আজন্ম ভুলের দীর্ঘশ্বাস
মেঘ ছুঁয়ে ছুঁয়ে জ্যোৎস্না
বাতাস ছুঁয়ে ছুঁয়ে ঢেউ
ঢেউ ছুঁয়ে ছুঁয়ে কান্না
ও সাগর, তোমার কিসের এত দুঃখ?
কান্নার নোনতা জলে উপচানো হৃদয়
আর বিনিদ্র রাত্রির ক্লান্ত চোখ
সাগর তোমার কি বাউল দুঃখ?
শুধুই দুঃখ ছুঁয়ে ছুঁয়ে যাওয়া
আজন্ম কোন এক ভুলের দীর্ঘশ্বাসে!
জন্ম-১ ডিসেম্বর ১৯৭৭, বসবাস ময়মনসিহ সদর। পিতা- মোহাম্মদ তাহির উদ্দিন, মাতা-জাহানারা তাহির, পেশা-প্রকৌশলী। কাব্যগ্রন্থ- শরিকানা চোখ। নিয়মিত লিখছেন বিভিন্ন জাতীয় পত্রপত্রিকা ও সাময়িকীতে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আজন্ম ভুলের দীর্ঘশ্বাস
মেঘ ছুঁয়ে ছুঁয়ে জ্যোৎস্না
বাতাস ছুঁয়ে ছুঁয়ে ঢেউ
ঢেউ ছুঁয়ে ছুঁয়ে কান্না
ও সাগর, তোমার কিসের এত দুঃখ?
কান্নার নোনতা জলে উপচানো হৃদয়
আর বিনিদ্র রাত্রির ক্লান্ত চোখ
সাগর তোমার কি বাউল দুঃখ?
শুধুই দুঃখ ছুঁয়ে ছুঁয়ে যাওয়া
আজন্ম কোন এক ভুলের দীর্ঘশ্বাসে!
জন্ম-১ ডিসেম্বর ১৯৭৭, বসবাস ময়মনসিহ সদর। পিতা- মোহাম্মদ তাহির উদ্দিন, মাতা-জাহানারা তাহির, পেশা-প্রকৌশলী। কাব্যগ্রন্থ- শরিকানা চোখ। নিয়মিত লিখছেন বিভিন্ন জাতীয় পত্রপত্রিকা ও সাময়িকীতে।