তুমিও কী তেমন
পূজামণ্ডপে বিশুদ্ধ মন্ত্র উচ্চারণের
ব্রতচারী ব্রাহ্মণেরও
ভোগের নৈবেদ্যের চেয়ে
ভাগের দক্ষিণায় বড়বেশি নজর
যেন আসলের চেয়ে সুদ।
এ বড় জটিল অঙ্ক, মিলে না কখনো-
তবুও মিলানোর মৌনতায় আমরা
নিমরাজিতেই নিলাম হচ্ছি ওই সুবোধ ব্রাহ্মণ্যতে।
হে পূজামণ্ডপ, তুমিও কী তেমন
নিলাম নৈবেদ্যের পূজারি উচ্ছিষ্টভোগী?
সভাপতি: জাতীয় কবিতা পরিষদ, বিভাগীয় শাখা। রংপুর। জন্ম ২৪-১-১৯৫৫। প্রকাশিত কাব্যগ্রন্থ : জল ঠোঁটে উড়ো মেঘ, আমি ভালো নেই ফাল্গুনী, অনুরাগের জল রং, শব্দ তুমি নিঃশব্দ সুখ। যৌথ কাব্যগ্রন্থ : সাহসী নিসর্গ, চাঁদের হাট। যৌথ ছড়াগ্রন্থ : ছড়ায় জীবন ছড়ায় স্বদেশ
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তুমিও কী তেমন
পূজামণ্ডপে বিশুদ্ধ মন্ত্র উচ্চারণের
ব্রতচারী ব্রাহ্মণেরও
ভোগের নৈবেদ্যের চেয়ে
ভাগের দক্ষিণায় বড়বেশি নজর
যেন আসলের চেয়ে সুদ।
এ বড় জটিল অঙ্ক, মিলে না কখনো-
তবুও মিলানোর মৌনতায় আমরা
নিমরাজিতেই নিলাম হচ্ছি ওই সুবোধ ব্রাহ্মণ্যতে।
হে পূজামণ্ডপ, তুমিও কী তেমন
নিলাম নৈবেদ্যের পূজারি উচ্ছিষ্টভোগী?
সভাপতি: জাতীয় কবিতা পরিষদ, বিভাগীয় শাখা। রংপুর। জন্ম ২৪-১-১৯৫৫। প্রকাশিত কাব্যগ্রন্থ : জল ঠোঁটে উড়ো মেঘ, আমি ভালো নেই ফাল্গুনী, অনুরাগের জল রং, শব্দ তুমি নিঃশব্দ সুখ। যৌথ কাব্যগ্রন্থ : সাহসী নিসর্গ, চাঁদের হাট। যৌথ ছড়াগ্রন্থ : ছড়ায় জীবন ছড়ায় স্বদেশ