প্রস্থান সংগীত
বারবার জোৎস্নার মতো ফেরে না মানুষ
যে যায়, সে পাখিদের মতো দূরে উড়ে যায়।
কবিতা অমেয় সংসার, প্রিয় কোনো গান
ফেরাতে পারে না তাকে। যে যায়
সে অলৌকিক সম্রাটের মতো হেঁটে চলে যায়।
রাত ফুরোলেই আসে দিন- ফেরে না কেউ কেউ
যে যায়, সে চৈতি হাওয়ার মতো যায়।
টেবিলের সোনালি কলম স্পর্শ ধন্য ধবল চাদর
বহুকাল প্রতীক্ষায় থাকা পদ্যের সাদা খাতা
ফেরাতে পারে না কেউ,
যে যায় সে দীর্ঘশ্বাসের মতো চলে যায়।
আহ্বায়ক, কতিপয় কবিতা কর্মী, রংপুর। জন্ম : ১৯৫৮
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রস্থান সংগীত
বারবার জোৎস্নার মতো ফেরে না মানুষ
যে যায়, সে পাখিদের মতো দূরে উড়ে যায়।
কবিতা অমেয় সংসার, প্রিয় কোনো গান
ফেরাতে পারে না তাকে। যে যায়
সে অলৌকিক সম্রাটের মতো হেঁটে চলে যায়।
রাত ফুরোলেই আসে দিন- ফেরে না কেউ কেউ
যে যায়, সে চৈতি হাওয়ার মতো যায়।
টেবিলের সোনালি কলম স্পর্শ ধন্য ধবল চাদর
বহুকাল প্রতীক্ষায় থাকা পদ্যের সাদা খাতা
ফেরাতে পারে না কেউ,
যে যায় সে দীর্ঘশ্বাসের মতো চলে যায়।
আহ্বায়ক, কতিপয় কবিতা কর্মী, রংপুর। জন্ম : ১৯৫৮