ফিরে এসো আমার লজ্জা
অজন্তার কোল ঘেঁষে আর্য অনার্য রক্তপ্রবাহে
এই উত্তরে বাংলার শ্যামল আঙিনায়
আমার ভাই আমার আত্মজা চিনতে পারিনি
তাকে নিয়ে অন্য এক মত্ততায় আগুনের পশরা সাজিয়ে
কেমন মেতেছি আদিম উৎসবে
বন্যবেশে কতকাল এ যাপন জানিনা
মাথার খুলিতে কখন জমেছে ভরপুর মাদক
তাও জানিনা, কেবল চৈতন্যহীন আত্মহননের গ্রহণকাল
আমাকে এখান থেকে নিয়ে চল সৌরপল্লিতে
চৈতন্যের খোলা জানালায় দাঁড়িয়ে ডাকব
ফিরে এসো আমার আত্মজা, ফিরে এসো শুভবোধ
ফিরে এসো আমার লজ্জা।
প্রকাশিত গ্রন্থগল্প : অনন্যা একজন, তবুও জীবন, স্বপ্নের কাব্যগ্রন্থ: সোনালি বলয় প্রবন্ধ: সাহিত্য চর্চায় বৃহত্তর রংপুর অঞ্চলের নারী
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফিরে এসো আমার লজ্জা
অজন্তার কোল ঘেঁষে আর্য অনার্য রক্তপ্রবাহে
এই উত্তরে বাংলার শ্যামল আঙিনায়
আমার ভাই আমার আত্মজা চিনতে পারিনি
তাকে নিয়ে অন্য এক মত্ততায় আগুনের পশরা সাজিয়ে
কেমন মেতেছি আদিম উৎসবে
বন্যবেশে কতকাল এ যাপন জানিনা
মাথার খুলিতে কখন জমেছে ভরপুর মাদক
তাও জানিনা, কেবল চৈতন্যহীন আত্মহননের গ্রহণকাল
আমাকে এখান থেকে নিয়ে চল সৌরপল্লিতে
চৈতন্যের খোলা জানালায় দাঁড়িয়ে ডাকব
ফিরে এসো আমার আত্মজা, ফিরে এসো শুভবোধ
ফিরে এসো আমার লজ্জা।
প্রকাশিত গ্রন্থগল্প : অনন্যা একজন, তবুও জীবন, স্বপ্নের কাব্যগ্রন্থ: সোনালি বলয় প্রবন্ধ: সাহিত্য চর্চায় বৃহত্তর রংপুর অঞ্চলের নারী