অনুরোধ
নিয়মের গতিতে না হয়
বলিও না
গতির নিয়মেই বলিও।
হৃদয়ের উঠোনে না হয়
চলিও না
উঠোনের নিয়মে চলিও।
তবু কোনো ফুল তুমি
দলিও না
অনাগত কোনো কলিও।
সাধারণ সম্পাদক: অভিযাত্রীক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, রংপুর। জন্ম : ১৯৭৫। প্রকাশিত গল্পগ্রন্থ-একটি সুন্দর দুঃখ, বাহারি স্বপ্ন। কাব্য-বুকে আঁকা মানচিত্র, মণি। ছড়া-ছন্দে মুজিব ছন্দে বিজয়, সত্য ভূতে পথ্য ছড়া। শিশুতোষ গল্প-চালাক রবিন ও ক্ষুধার্ত ভূত, মঙ্গলযাত্রা ও নীলপরি। শিশুতোষ ছড়া-ছন্দছড়ায় জ্ঞানের আলো।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অনুরোধ
নিয়মের গতিতে না হয়
বলিও না
গতির নিয়মেই বলিও।
হৃদয়ের উঠোনে না হয়
চলিও না
উঠোনের নিয়মে চলিও।
তবু কোনো ফুল তুমি
দলিও না
অনাগত কোনো কলিও।
সাধারণ সম্পাদক: অভিযাত্রীক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, রংপুর। জন্ম : ১৯৭৫। প্রকাশিত গল্পগ্রন্থ-একটি সুন্দর দুঃখ, বাহারি স্বপ্ন। কাব্য-বুকে আঁকা মানচিত্র, মণি। ছড়া-ছন্দে মুজিব ছন্দে বিজয়, সত্য ভূতে পথ্য ছড়া। শিশুতোষ গল্প-চালাক রবিন ও ক্ষুধার্ত ভূত, মঙ্গলযাত্রা ও নীলপরি। শিশুতোষ ছড়া-ছন্দছড়ায় জ্ঞানের আলো।