জননের হংস
আমার আকাশ এখন তারাহীন।
তুমি ছিলে আমার ধ্রুবতারা ; জ্বলে ছিলে রাতভর।
আমার আকাশকে ছুঁতে পারেনি আঁধার।
একা একা জ্বলছো অন্য আকাশে।
দূর থেকে চেয়ে চেয়ে দেখি; বিচ্ছেদ যন্ত্রণা সই।
আমি জননে হব তোমার মিথুন বক্ষের হংস ।
ধ্রুবতারা দূরে থেক না-কাছে আসো,
বন্ধুত্বে এক সঙ্গে রই; এবং জ্বলি।
প্রকাশিত গ্রন্থ-প্রেমাংশীর রক্তপান।
সম্পাদনা-ছান্দসিক সাহিত্য পত্র।
সভাপতি-ছান্দসিক সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী, রংপুর।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জননের হংস
আমার আকাশ এখন তারাহীন।
তুমি ছিলে আমার ধ্রুবতারা ; জ্বলে ছিলে রাতভর।
আমার আকাশকে ছুঁতে পারেনি আঁধার।
একা একা জ্বলছো অন্য আকাশে।
দূর থেকে চেয়ে চেয়ে দেখি; বিচ্ছেদ যন্ত্রণা সই।
আমি জননে হব তোমার মিথুন বক্ষের হংস ।
ধ্রুবতারা দূরে থেক না-কাছে আসো,
বন্ধুত্বে এক সঙ্গে রই; এবং জ্বলি।
প্রকাশিত গ্রন্থ-প্রেমাংশীর রক্তপান।
সম্পাদনা-ছান্দসিক সাহিত্য পত্র।
সভাপতি-ছান্দসিক সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী, রংপুর।