মৃত্যুদায়
মরে গিয়ে লাশ হয়ে রয়েছি,
কাপড়ে মোড়ানো লাশ;
শিওরে লোবানের সুবাস।
দুটো ধূপকাঠি নিয়ে খেলছে
আমার অবোধ শিশু,
মায়ের কান্না দেখে বিস্মিত
সে তো বোঝে না মৃত্যুর কিছু।
স্বজনরা আসে যায়
দেখে যায় শোকের মাতম
মিছেই সান্ত্বনা দেয়, বোঝায়,
সব ঠিক হয়ে যাবে একদিন।
কিন্তু, কিভাবে ফুরাবে ঋণ।
তাবৎ জীবনের অপচয় ভার
যেভাবে রেখে গেলাম
অবোধ শিশুটির জিম্মায়।
জন্ম : ১১ অক্টোবর ১৯৫২ সাল, সিরাজগঞ্জ। প্রকাশিত গ্রন্থ : মা, মাটি ও মার্কস (২০০৭), কবিতা সম্ভোগ (২০০৮)
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মৃত্যুদায়
মরে গিয়ে লাশ হয়ে রয়েছি,
কাপড়ে মোড়ানো লাশ;
শিওরে লোবানের সুবাস।
দুটো ধূপকাঠি নিয়ে খেলছে
আমার অবোধ শিশু,
মায়ের কান্না দেখে বিস্মিত
সে তো বোঝে না মৃত্যুর কিছু।
স্বজনরা আসে যায়
দেখে যায় শোকের মাতম
মিছেই সান্ত্বনা দেয়, বোঝায়,
সব ঠিক হয়ে যাবে একদিন।
কিন্তু, কিভাবে ফুরাবে ঋণ।
তাবৎ জীবনের অপচয় ভার
যেভাবে রেখে গেলাম
অবোধ শিশুটির জিম্মায়।
জন্ম : ১১ অক্টোবর ১৯৫২ সাল, সিরাজগঞ্জ। প্রকাশিত গ্রন্থ : মা, মাটি ও মার্কস (২০০৭), কবিতা সম্ভোগ (২০০৮)