চৈতন্যের হিমোগ্লোবিন
বেদনা অতলান্ত হলে সন্তর্পণে সান্ত্বনা ডুবে যায়।
অধিকারবোধের গলায় ঘণ্টা বেঁধে
নৈঃশব্দ্য খোঁজে বিষণ্ন কবিতার মতো
জোসনা বিমুখ আইসোলেশন,
অশ্রুসিক্ত চোখ মুছবার ক্লিনেক্স।
বৈদগ্ধ বিভাব বাড়ে আঁধার জড়ালে
কষ্টমুখী ঘূর্ণায়মান নীল জলছাপ।
পাহাড়ের সানুতলে শতযুগ নীরব কোলাহল
এইসব সন্ধ্যাস্পর্শে ডুবে জাগে সচেতন শব।
জীবনের শিরা উপশিরায় চৈতন্যের হিমোগ্লোবিন
বিবর্তন পাড়ি দিয়ে পৌঁছে যায় সত্যদিনে।
জন্ম : ২৮ নভেম্বর ১৯৭০। পেশা : উন্নয়নকর্মী। প্রকাশিত কাব্যগ্রন্থ-২টি। সম্পাদনা : ফ্যাদলা
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চৈতন্যের হিমোগ্লোবিন
বেদনা অতলান্ত হলে সন্তর্পণে সান্ত্বনা ডুবে যায়।
অধিকারবোধের গলায় ঘণ্টা বেঁধে
নৈঃশব্দ্য খোঁজে বিষণ্ন কবিতার মতো
জোসনা বিমুখ আইসোলেশন,
অশ্রুসিক্ত চোখ মুছবার ক্লিনেক্স।
বৈদগ্ধ বিভাব বাড়ে আঁধার জড়ালে
কষ্টমুখী ঘূর্ণায়মান নীল জলছাপ।
পাহাড়ের সানুতলে শতযুগ নীরব কোলাহল
এইসব সন্ধ্যাস্পর্শে ডুবে জাগে সচেতন শব।
জীবনের শিরা উপশিরায় চৈতন্যের হিমোগ্লোবিন
বিবর্তন পাড়ি দিয়ে পৌঁছে যায় সত্যদিনে।
জন্ম : ২৮ নভেম্বর ১৯৭০। পেশা : উন্নয়নকর্মী। প্রকাশিত কাব্যগ্রন্থ-২টি। সম্পাদনা : ফ্যাদলা