শূন্যকে সিথানে রেখে
শূন্যকে সিথানে রেখে দিগন্তকে পাশবালিশ
সমুদ্রের জলের ওপর সাজাই নন্দিত শয়ন শয্যা
নীলাভ ঢেউয়ের দীপ্তি মাখা কাগজের ডাই
সূর্য ধূলিকণা পরীক্ষিত তীর্থে জীবনের আরতি।
আরেকটি পৃথিবী হাটে
প্রবাদপ্রতিম পিতামহের স্বরাটে
অন্তরে উৎসবের মহিমা রটায় উড়ন্ত পাখির পালকে
সমুদয় সংস্কার; রূপসীর ভয়াবহ সঙ্গম এড়িয়ে
কালের স্রোতের শিশিরের সুর নক্ষত্রের নির্মল আলোকে।
পরিচিত বিস্ময়ের বেলাভূমি ছেড়ে প্রতিবিম্বিত মেঘলোকে
লোক সমাগমহীন তুষারের কোলাহল; নিটোল সূর্যে জলের অভিমান
প্রত্যাখ্যাত গেরস্থ মন ঝরনার মতো বিকশিত হাসির ফোয়ারা
সূর্যাস্তের সাথে যেখানে বিষণ্ন নদী কান পেতে শোনে জীবন বদলের গান...
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শূন্যকে সিথানে রেখে
শূন্যকে সিথানে রেখে দিগন্তকে পাশবালিশ
সমুদ্রের জলের ওপর সাজাই নন্দিত শয়ন শয্যা
নীলাভ ঢেউয়ের দীপ্তি মাখা কাগজের ডাই
সূর্য ধূলিকণা পরীক্ষিত তীর্থে জীবনের আরতি।
আরেকটি পৃথিবী হাটে
প্রবাদপ্রতিম পিতামহের স্বরাটে
অন্তরে উৎসবের মহিমা রটায় উড়ন্ত পাখির পালকে
সমুদয় সংস্কার; রূপসীর ভয়াবহ সঙ্গম এড়িয়ে
কালের স্রোতের শিশিরের সুর নক্ষত্রের নির্মল আলোকে।
পরিচিত বিস্ময়ের বেলাভূমি ছেড়ে প্রতিবিম্বিত মেঘলোকে
লোক সমাগমহীন তুষারের কোলাহল; নিটোল সূর্যে জলের অভিমান
প্রত্যাখ্যাত গেরস্থ মন ঝরনার মতো বিকশিত হাসির ফোয়ারা
সূর্যাস্তের সাথে যেখানে বিষণ্ন নদী কান পেতে শোনে জীবন বদলের গান...