দ্রোহ
আমার ধ্যানস্থ মন তোমার আঙিনাজুড়ে
বিচরণ করে নিরন্তর...
আমি বহুদিন যাবৎ পাখি প্রাণ উড়াল রাত
তোমার সিথানে পূর্ণিমা ছড়িয়েছি সন্তরণে
তুমিও কি নিপুণ মায়াবী চোখ ধাঁধিয়ে দিলে
যেমনটা ইউসুফ জুলেখার আরব্য রজনী
ধ্যানস্থ পাখির ঠোঁট বেয়ে মহুয়ার ঘ্রাণ!
তুমিও মাখামাখি ঠোঁট;
পাতাবাহার ফুল বিছানায়...
কামপিয়াসী মন আষাঢ় জলজে
তুমি ভাসিয়ে দাও নবরত্ন শুভ্র জলের রোয়া
মন্ত্রমুগ্ধে আমিও ডুবতে ডুবতে খরিদ করে নেই
মেঘ মুল্লুকের হৃদয় সঞ্চারি
জাগরণী ঠোঁটে দ্রোহের চুমু।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দ্রোহ
আমার ধ্যানস্থ মন তোমার আঙিনাজুড়ে
বিচরণ করে নিরন্তর...
আমি বহুদিন যাবৎ পাখি প্রাণ উড়াল রাত
তোমার সিথানে পূর্ণিমা ছড়িয়েছি সন্তরণে
তুমিও কি নিপুণ মায়াবী চোখ ধাঁধিয়ে দিলে
যেমনটা ইউসুফ জুলেখার আরব্য রজনী
ধ্যানস্থ পাখির ঠোঁট বেয়ে মহুয়ার ঘ্রাণ!
তুমিও মাখামাখি ঠোঁট;
পাতাবাহার ফুল বিছানায়...
কামপিয়াসী মন আষাঢ় জলজে
তুমি ভাসিয়ে দাও নবরত্ন শুভ্র জলের রোয়া
মন্ত্রমুগ্ধে আমিও ডুবতে ডুবতে খরিদ করে নেই
মেঘ মুল্লুকের হৃদয় সঞ্চারি
জাগরণী ঠোঁটে দ্রোহের চুমু।