তৃষ্ণার্তের প্রত্যাশা
বেদনার্ত শব্দেরা নিঃশব্দে চলে গেলে
পড়ে থাকে কষ্টাহত চৌচির বিরান মাঠ,
জলপানে চেয়ে চেয়ে চাতক ক্লান্ত আশাহত
বিভ্রম প্রত্যাশার আবছা আঁধারে
বিষণ্ন কি সুপ্রসন্ন-খোঁজ তার রাখে না কেউ
যেখানে জলে নেভে অনল
সেখানে নিত্য কেন পোড়ে হৃদয়
তীব্র তিরস্কারে-মধুচন্দ্রে অবগাহনের হাত
সেখানেই বয়ে আসুক কুসুম প্রভাত।
জন্ম : ১৯৭৪। কবি, প্রভাষক-বাংলা।
প্রকাশিত কবিতার বই- সঙ্গীবিহীন
সন্ধ্যাতারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তৃষ্ণার্তের প্রত্যাশা
বেদনার্ত শব্দেরা নিঃশব্দে চলে গেলে
পড়ে থাকে কষ্টাহত চৌচির বিরান মাঠ,
জলপানে চেয়ে চেয়ে চাতক ক্লান্ত আশাহত
বিভ্রম প্রত্যাশার আবছা আঁধারে
বিষণ্ন কি সুপ্রসন্ন-খোঁজ তার রাখে না কেউ
যেখানে জলে নেভে অনল
সেখানে নিত্য কেন পোড়ে হৃদয়
তীব্র তিরস্কারে-মধুচন্দ্রে অবগাহনের হাত
সেখানেই বয়ে আসুক কুসুম প্রভাত।
জন্ম : ১৯৭৪। কবি, প্রভাষক-বাংলা।
প্রকাশিত কবিতার বই- সঙ্গীবিহীন
সন্ধ্যাতারা।