হিরণ্ময় সকাল
এসো আজ, হৃদয়ের হিরণ্য প্রভায় ধুয়ে নিই
নিত্যদিনের ভাঁজে ভাঁজে জমে ওঠা
ক্রমাগত পাপ-পাপবিদ্ধ আত্মার আমূল;
কেবলি পতনের ধস-
লোভ-লালসা মোহ ও মত্ততার বিষাক্ত পাইথন
সরীসৃপ জড়ায়ে রাখে বোধ,
কুরে কুরে নিঃশেষ করে মানবিক ঐশ্বর্য
এ জন্মের তাবৎ অহংকার;
এসো আজ, দগ্ধ আত্মার শ্রাবণে ধুয়ে নিই
ক্লেদ, দুর্বিপাক ঘোর অমা কেটে
রাতের বৃত্তে আনি-
স্নাত শুদ্ধ কোনো হিরণ্ময় সকাল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হিরণ্ময় সকাল
এসো আজ, হৃদয়ের হিরণ্য প্রভায় ধুয়ে নিই
নিত্যদিনের ভাঁজে ভাঁজে জমে ওঠা
ক্রমাগত পাপ-পাপবিদ্ধ আত্মার আমূল;
কেবলি পতনের ধস-
লোভ-লালসা মোহ ও মত্ততার বিষাক্ত পাইথন
সরীসৃপ জড়ায়ে রাখে বোধ,
কুরে কুরে নিঃশেষ করে মানবিক ঐশ্বর্য
এ জন্মের তাবৎ অহংকার;
এসো আজ, দগ্ধ আত্মার শ্রাবণে ধুয়ে নিই
ক্লেদ, দুর্বিপাক ঘোর অমা কেটে
রাতের বৃত্তে আনি-
স্নাত শুদ্ধ কোনো হিরণ্ময় সকাল।