জাফরের জয়-পরাজয়
নাম নিয়ে তার জটিলতা সবাই জানে,
কোথাও বলতে লাগে ভয়।
তারচেয়ে বেশি ঘৃণা; সম্ভবত সে-ই প্রথম
যে কি না নিজের নামে থুথু ছিটায়!
বয়স বাড়ে, নামের কাছে ছোট হয় সে
ছায়ায় দেখে, মনের বেশুমার পরাজয়।
সনদের নামে চাকরি করে, টাকা কামায়
বিবাহ করে; পিতার খাতায় নাম তোলে সে
তবুও নাম নিয়ে কমে না খচখচানি।
একদা কলেজের সুন্দরী সহপাঠীরা
ক্লাসের ফাঁকে সবুজ কাঁপিয়ে বলতো,
জাফর আমাদের হৃদয়ের সিঁদ কাটলো!
শেষকালে এই ভেবে শান্তি
মীর জাফরকে কেউ ডেকেছিল হৃদয়জাফর নামে!
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জাফরের জয়-পরাজয়
নাম নিয়ে তার জটিলতা সবাই জানে,
কোথাও বলতে লাগে ভয়।
তারচেয়ে বেশি ঘৃণা; সম্ভবত সে-ই প্রথম
যে কি না নিজের নামে থুথু ছিটায়!
বয়স বাড়ে, নামের কাছে ছোট হয় সে
ছায়ায় দেখে, মনের বেশুমার পরাজয়।
সনদের নামে চাকরি করে, টাকা কামায়
বিবাহ করে; পিতার খাতায় নাম তোলে সে
তবুও নাম নিয়ে কমে না খচখচানি।
একদা কলেজের সুন্দরী সহপাঠীরা
ক্লাসের ফাঁকে সবুজ কাঁপিয়ে বলতো,
জাফর আমাদের হৃদয়ের সিঁদ কাটলো!
শেষকালে এই ভেবে শান্তি
মীর জাফরকে কেউ ডেকেছিল হৃদয়জাফর নামে!