ভুলের কাছে
কেবল ভুলে যাই আমিও
কত বলি, ভুলে যাওয়াগুলি ভুলতে ভুলতে আমি বড় ক্লান্ত
তবুও কি ভুল আমাকে ছাড়ে?
বহুবার ভুলটাকে চ্যাংদোলা অপমানের চূড়ান্ত করে
নাগালের বাইরে গোমতির ওপারে ছুড়ে ফেলে দিয়েও দেখেছি,
নদীর জলের মতোই ভুলগুলি গড়ায়, পায়ের নখের কাছে
ভিজে যায় মাটি, গ্লানি।
গিরগিটি স্বভাব তার, কপাট লাগিয়েও দেখেছি ফিরে আসে-
স্বরব্যঞ্জনে ডাকে, ভাই আমার, জেগে আছো?
ভুল আমার ভাই
জেগে থাকলেও আমি ভাইয়ের ডাকে জাগি না। মনে করি,
কত কত ভুল প্রতিদিন পাশ কাটিয়ে যাই
কত হত্যা, কত মৃত্যু, ধর্ষণ, খুন, জখম আর ঘাতকের চোখ
ভুলে যাই
ভুল আমার কলুষিত আত্মার আত্মীয়
এড়াতে পারি না।
প্রতিদিন বুক পকেটে রেখে চলি ভুল
চোখের পাপড়ির নিচে রাতজাগা ভুল
স্বপ্নের ভিতর বীজ বপন করি ভুলের
ভুল করে বিশ্বাস করি তোমাকে ভুল।
ভুল আমার ভাই
ভুল আমার বোন
ভুল আমার প্রতিদিন জমাট রক্তের বাঁধন
তনু, নাসরীন, সাগর-রুনীদের ভুল করে পৃথিবীতে চলে আসা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভুলের কাছে
কেবল ভুলে যাই আমিও
কত বলি, ভুলে যাওয়াগুলি ভুলতে ভুলতে আমি বড় ক্লান্ত
তবুও কি ভুল আমাকে ছাড়ে?
বহুবার ভুলটাকে চ্যাংদোলা অপমানের চূড়ান্ত করে
নাগালের বাইরে গোমতির ওপারে ছুড়ে ফেলে দিয়েও দেখেছি,
নদীর জলের মতোই ভুলগুলি গড়ায়, পায়ের নখের কাছে
ভিজে যায় মাটি, গ্লানি।
গিরগিটি স্বভাব তার, কপাট লাগিয়েও দেখেছি ফিরে আসে-
স্বরব্যঞ্জনে ডাকে, ভাই আমার, জেগে আছো?
ভুল আমার ভাই
জেগে থাকলেও আমি ভাইয়ের ডাকে জাগি না। মনে করি,
কত কত ভুল প্রতিদিন পাশ কাটিয়ে যাই
কত হত্যা, কত মৃত্যু, ধর্ষণ, খুন, জখম আর ঘাতকের চোখ
ভুলে যাই
ভুল আমার কলুষিত আত্মার আত্মীয়
এড়াতে পারি না।
প্রতিদিন বুক পকেটে রেখে চলি ভুল
চোখের পাপড়ির নিচে রাতজাগা ভুল
স্বপ্নের ভিতর বীজ বপন করি ভুলের
ভুল করে বিশ্বাস করি তোমাকে ভুল।
ভুল আমার ভাই
ভুল আমার বোন
ভুল আমার প্রতিদিন জমাট রক্তের বাঁধন
তনু, নাসরীন, সাগর-রুনীদের ভুল করে পৃথিবীতে চলে আসা।