প্রকৃতির লড়াই

 সুমাইয়া মতিয়াতুর 
১৯ আগস্ট ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

এখনো কিছু নুড়িকণা পড়ে থাকে বালচুরে-

দেখবে বলে সূর্যটা লাল কোনো এক ভোরে।

ফেনা রাশি রাশি, ঢেউয়ে চড়ে পাশাপাশি

ছুটে আসে হাসাহাসি আশারই সে ভাষাতে।

এখনো তারা ছুটতে জানে, ছুটে হাতটা ধরে-

ছোঁবে মেঘেরই পাল- কোনো নীল সাগরে।

কোন এক ভোরে গাঙচিলের আলতো ডানা,

সে তো সীমা মানে না, খুঁজে তার ঠিকানা

অন্য কোন পাড়ে।

কাঁকড়াগুলো বালিতে তাড়াহুড়ায় দিচ্ছে যে ডুব,

খুঁড়বে নতুন করে ঢেউ যদি আর আসে ফিরে

নিঠুর খেলা খেলতে।

এখনো তারা লড়তে জানে, লড়ে প্রাণ ভরে।

আনবে নতুন সকাল কোন এক আলোয় চড়ে।

কোন এক নতুন ভোরে।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন