বেদনার কাব্যসমগ্র

 ইমরান মাহফুজ 
৩০ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

সেল্ফিযুগে কেরানি শিক্ষক বোঝে না ছাত্রকে

এক জীবনে পিতা হয়তো বোঝে না সন্তানকে!

দশকজুড়ে মুখোমুখি বসে প্রেমিক বোঝে না প্রেমিকাকে

গুহামুখী রাষ্ট্র দেয়ালবন্দি অনেক আগেই।

এইভাবে সকাল থেকে আলাদা দুপুর। অথচ সূর্যের পকেটে চাঁদ।

মিল অমিলের পৃথিবীতে পারিবারিক কাঠামো পরিত্যক্ত

গৃহহীন মন একলা জেগে রয়। ঘুমায় অপেক্ষার আদুরী বালিশ

স্বৈরাচার সংসারে কেউ কাউকে করে না তোয়াক্কা

অধ্যাপকের বইয়ের মতো বেরসিক মানুষের দুনিয়া।

আর সৃজনশীল কবির প্রতিটি পৃষ্ঠায় নতুন গল্প-

মুদ্রিত হয় বেদনার কাব্যসমগ্র-

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন