ব্যাধ

 এরশাদ জাহান 
৩০ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

পৃথিবীর সমস্ত পাখি শিকারির

সমষ্টি নাম বলা যেতে পারে তুমি

আমি সাদা বক হতে চাইলে

তোমার মাংসের লোভ বাড়ে

শালিক কিংবা ময়না হতে চাইলে

খাঁচায় পুষে তোমার পছন্দের বুলি শেখাবার

চলে বেহায়া পাঁয়তারা

জলময়ূর হতে চাইলেও

পেছনে পেছনে ছোটে তোমার অনুগত ক্যামেরার চোখ

আমি বরং

তোমার ইচ্ছের উত্তর গোলার্ধে দাঁড়কাক হব

ঠোঁটে তুলে তোমার দিন খাব রাত খাব।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন