প্রাপ্তবয়স্কদের জন্য চাঁদ উঠেছিল

 হাদিউল ইসলাম 
০৭ অক্টোবর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

সে রাতে প্রাপ্তবয়স্কদের জন্য চাঁদ উঠেছিল

আমি গান্ধর্ব বিবাহ করে তোমাকে খেয়েছি চুমু

কামগন্ধা জোছনায় ডাহুক কেনো বিসমিল্লা খাঁ

আমি ভেবেছি অনেক

জল সরে যাওয়া ঘাসের শয্যায় কোথাও মুরলী

নিশ্চয় বেজেছে ব্রজের ভাষায়

সে রাতে প্রাপ্তবয়স্কদের জন্য চাঁদ উঠেছিল

গান্ধর্ব বিবাহে সাক্ষী ছিল জারুল হিজল

পরিযায়ী হাঁস, তিনটি ডাহুক, জোনাকি কয়েক

এরা ললিতা বিশাখা অথবা প্রিয়ংবদা

আজ তুমি কার ঘর আলো করো শকুন্তলা-রাই?

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন