আগুন-পাহাড়ের উপত্যকায়
আজটেক পঞ্জিকার মতো শ্যাওলার সাবুজিক আস্তরণে
ক্রমশঃ প্রচ্ছন্ন হয়েছে উঠছে আয়ুরেখা,
ইচ্ছা হয়, দিব্যজ্যোতির তালাশে হেঁটে যাই মেরুদিগন্তে
জ্যোর্তিময় অরোরার ফের যেন পাই দেখা,
দাঁড়াই আগুন-পাহাড়ের ছাইভস্মে সমৃদ্ধ উপত্যকায়
কিলিমানজারোর উষ্ণিশে মদিরায় সিক্ত মসলিনে আঁকা গোধূলি,
কয়সান গোত্রের শিশুদের হাত থেকে যেন কেড়ে নেয়া না হয়
ভলকানিক রকে গড়া ডাংগুলি;
প্রার্থিত পূর্ণিমায় জলতলে শুভ্র প্রসূন ছড়িয়ে প্রসন্ন হোক প্রবাল
কালাহারির সজল বালুকায় ফুটেছে যে বিরলপ্রজ উদ্ভিদ,
তার পত্রালীতে সংক্রামিত হোক কুয়াশার ইন্দ্রজাল,
বাকি আছে যে কটি বর্ষা, শরতের ধূপঋদ্ধ সমীর
বিলাসখানি মোম পুড়ে পুড়ে সৃষ্টি হোক বিশুদ্ধ মঞ্জীর;
অনুরণনে ছড়াক কর্পূর তীথি,
না হয় শোনা যাক আরেক বার হারানো দিনের দ্বীজেন গীতি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আগুন-পাহাড়ের উপত্যকায়
আজটেক পঞ্জিকার মতো শ্যাওলার সাবুজিক আস্তরণে
ক্রমশঃ প্রচ্ছন্ন হয়েছে উঠছে আয়ুরেখা,
ইচ্ছা হয়, দিব্যজ্যোতির তালাশে হেঁটে যাই মেরুদিগন্তে
জ্যোর্তিময় অরোরার ফের যেন পাই দেখা,
দাঁড়াই আগুন-পাহাড়ের ছাইভস্মে সমৃদ্ধ উপত্যকায়
কিলিমানজারোর উষ্ণিশে মদিরায় সিক্ত মসলিনে আঁকা গোধূলি,
কয়সান গোত্রের শিশুদের হাত থেকে যেন কেড়ে নেয়া না হয়
ভলকানিক রকে গড়া ডাংগুলি;
প্রার্থিত পূর্ণিমায় জলতলে শুভ্র প্রসূন ছড়িয়ে প্রসন্ন হোক প্রবাল
কালাহারির সজল বালুকায় ফুটেছে যে বিরলপ্রজ উদ্ভিদ,
তার পত্রালীতে সংক্রামিত হোক কুয়াশার ইন্দ্রজাল,
বাকি আছে যে কটি বর্ষা, শরতের ধূপঋদ্ধ সমীর
বিলাসখানি মোম পুড়ে পুড়ে সৃষ্টি হোক বিশুদ্ধ মঞ্জীর;
অনুরণনে ছড়াক কর্পূর তীথি,
না হয় শোনা যাক আরেক বার হারানো দিনের দ্বীজেন গীতি।