বিষণ্ন সুন্দর দ্বীপ আগুনে
আজ আমার ইচ্ছেগুলি নোঙরবন্ধ ঘাটে নির্বাক
ছায়াময় সংকুচিত জালে।
তবু স্থির স্বপ্নের পরিপূর্ণ দগ্ধ, শীতল ঢেউয়ে
বিকেলের গায়ে হেলান দিয়ে বিষণ্ন জালে চোখ রাখি উজানে।
তুমি কি কেবলই গর্জে ওঠা ঝড়, কেন আমার আত্মা
নোঙরবন্ধ...!।
কোথায় সেই নক্ষত্রময় রাত, অনন্ত রোদসী
বাতাসের গান অপরূপ সৈকত চোখের স্বপ্নভূমি।
তোমার আনমনা হৃদয় ভেসে গেছে মেঘে
তবু কেন যায় নিবিড় মুহূর্তের স্মৃতি শূন্যতার মোহ
বিভ্রান্তির ভালোবাসা বুননের রেশ সূর্যভেজা আঁচলে।
তোমার অপেক্ষায় ভেসে যায় স্পর্শকাতর তরী
শরতের শাখায় কি বিষণ্ন সুন্দর দ্বীপ আগুনে
কেবলই পুড়ি, পুড়ে পুড়ে ছাই...
আত্মা তোমার ডাকে কেবল মনযমুনায়
তুমি শুধু আশার জোয়ারে পাড় ভাঙ্গো তোমার
রুক্ষ চোখের অন্ধ মণিতে
আমি কেবলই দীঘির জলের শীতল ছায়া
ক্লান্ত দুপুর শ্বাস কেড়ে নেয় অপেক্ষার শূন্যতায়!
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিষণ্ন সুন্দর দ্বীপ আগুনে
আজ আমার ইচ্ছেগুলি নোঙরবন্ধ ঘাটে নির্বাক
ছায়াময় সংকুচিত জালে।
তবু স্থির স্বপ্নের পরিপূর্ণ দগ্ধ, শীতল ঢেউয়ে
বিকেলের গায়ে হেলান দিয়ে বিষণ্ন জালে চোখ রাখি উজানে।
তুমি কি কেবলই গর্জে ওঠা ঝড়, কেন আমার আত্মা
নোঙরবন্ধ...!।
কোথায় সেই নক্ষত্রময় রাত, অনন্ত রোদসী
বাতাসের গান অপরূপ সৈকত চোখের স্বপ্নভূমি।
তোমার আনমনা হৃদয় ভেসে গেছে মেঘে
তবু কেন যায় নিবিড় মুহূর্তের স্মৃতি শূন্যতার মোহ
বিভ্রান্তির ভালোবাসা বুননের রেশ সূর্যভেজা আঁচলে।
তোমার অপেক্ষায় ভেসে যায় স্পর্শকাতর তরী
শরতের শাখায় কি বিষণ্ন সুন্দর দ্বীপ আগুনে
কেবলই পুড়ি, পুড়ে পুড়ে ছাই...
আত্মা তোমার ডাকে কেবল মনযমুনায়
তুমি শুধু আশার জোয়ারে পাড় ভাঙ্গো তোমার
রুক্ষ চোখের অন্ধ মণিতে
আমি কেবলই দীঘির জলের শীতল ছায়া
ক্লান্ত দুপুর শ্বাস কেড়ে নেয় অপেক্ষার শূন্যতায়!