ডাকছে

 কুতুবউদ্দিন 
২৫ নভেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

কে যেন ঐ ডাকছে

মনের মাঝে কত আনা গোনা

পশ্চিমে ডুবে যায় বেলা

ওপারের ডাক আসবে যখন

বল কি হবে উপায়?

জালাও বাতি আপন অন্তরে

ঘুচবে অন্ধকার।

রাত্রি শেষে আসলে প্রভাত

পাখিরা যে গায়

শূন্য হৃদয় তোমার

বইবে দখিনা বায়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন