আমার নাবিক
রাত এসেছে চাঁদের ওপর বসে
সঙ্গে ছিল ঠান্ডা হাওয়ার দোলা;
পথ চলতে জানো বলেই তুমি
শিরীষ পাতা নিচ্ছে তোমার পিছু।
যখন এলো শহরজুড়ে খরা
দ্বিধার জগৎ পুড়ে কেবল মরে;
সোনার গাঙে বান ডেকেছ তুমি
কালো গোলাপ চুমু হয়ে ওঠে।
আমার খোঁপায় রাত দিয়েছ যখন;
জীবন কেন মান ভাঙেনি আগে?
মান ভাঙাতে চাঁদের জাহাজ ধরে;
এসো তুমি আমার নাবিক হয়ে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমার নাবিক
রাত এসেছে চাঁদের ওপর বসে
সঙ্গে ছিল ঠান্ডা হাওয়ার দোলা;
পথ চলতে জানো বলেই তুমি
শিরীষ পাতা নিচ্ছে তোমার পিছু।
যখন এলো শহরজুড়ে খরা
দ্বিধার জগৎ পুড়ে কেবল মরে;
সোনার গাঙে বান ডেকেছ তুমি
কালো গোলাপ চুমু হয়ে ওঠে।
আমার খোঁপায় রাত দিয়েছ যখন;
জীবন কেন মান ভাঙেনি আগে?
মান ভাঙাতে চাঁদের জাহাজ ধরে;
এসো তুমি আমার নাবিক হয়ে।