বিয়োগ
ভেজা চুলের পুকুরে টকটকে পদ্মশ্রী জল
হাজার বছর বড়শি ফেলে অপেক্ষমাণ বয়স
আশেপাশে শত ব্যস্ততায় জীবনের গল্পেরা
অনিঃশেষ বাঁচবার তাগিদ করে কিলবিল আর
আজব আজব মাছ ঘুরঘুর করে শূন্যের মেঘে
জলের ঘরে তাদের রুহের প্রার্থনা নিঃসঙ্গতার শব
সেই জল শিকারি মাতাল হয় বহেমিয়ান
শূন্যে টানে বড়শির ওষ্ঠাগত প্রাণ।
তারপর ফুরিয়ে যায় ফেরারি জীবন
কুড়িটি নখ, নখের ওপরের রূপালী আকাশ
দমের কলে বাজে গান ভাটায় ফিরে যায়
রূপ-রস, খোলসে আবর্তিত দুর্গন্ধের পরিহাস।
শিকারির শঠতায় ঢুকে যায় সুচের ফণা
নাভিমূল চেপে ধরে জগদ্দল পাথরের কর্ষিত প্রতিবাদ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিয়োগ
ভেজা চুলের পুকুরে টকটকে পদ্মশ্রী জল
হাজার বছর বড়শি ফেলে অপেক্ষমাণ বয়স
আশেপাশে শত ব্যস্ততায় জীবনের গল্পেরা
অনিঃশেষ বাঁচবার তাগিদ করে কিলবিল আর
আজব আজব মাছ ঘুরঘুর করে শূন্যের মেঘে
জলের ঘরে তাদের রুহের প্রার্থনা নিঃসঙ্গতার শব
সেই জল শিকারি মাতাল হয় বহেমিয়ান
শূন্যে টানে বড়শির ওষ্ঠাগত প্রাণ।
তারপর ফুরিয়ে যায় ফেরারি জীবন
কুড়িটি নখ, নখের ওপরের রূপালী আকাশ
দমের কলে বাজে গান ভাটায় ফিরে যায়
রূপ-রস, খোলসে আবর্তিত দুর্গন্ধের পরিহাস।
শিকারির শঠতায় ঢুকে যায় সুচের ফণা
নাভিমূল চেপে ধরে জগদ্দল পাথরের কর্ষিত প্রতিবাদ।