আতপত্র
একদিন আমিও ঝরে যাব
এক নিদারুণ কাঠগোলাপ
অথবা রবীন্দ্রনাথের মতো।
একদিন আমিও চলে যাব
এ পৃথিবীকে নিঃস্ব করে।
আমি সুনিশ্চিত সেদিন
পরিজনবর্গ শোকে স্তব্ধ হবে।
কেউ কেউ পক্ষপাতশূন্য
শোকাবেগে অশ্রুপাত করবে
এবং অবধারিতভাবে খোলা
হবে কালো মলাটের শোকবই।
হয়তো সেই অশ্রুসমুদ্র দেখে
হতবাক হয়ে এক হলুদ মুনিয়া
প্রশ্ন করবে-কে ছিল সে?
হয়তো জগতের সকল বেলিফুল
আমার শবদেহের দিকে করুণ
বদনে তাকিয়ে বলবে-জানি না!
সেদিন হয়তো আমার নিশ্চল
দেহ তর্কাতীত মেনে নেবে-
এ পৃথিবীতে মানুষ বেঁচে থাকে
অন্যের সম্রাজ্যে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আতপত্র
একদিন আমিও ঝরে যাব
এক নিদারুণ কাঠগোলাপ
অথবা রবীন্দ্রনাথের মতো।
একদিন আমিও চলে যাব
এ পৃথিবীকে নিঃস্ব করে।
আমি সুনিশ্চিত সেদিন
পরিজনবর্গ শোকে স্তব্ধ হবে।
কেউ কেউ পক্ষপাতশূন্য
শোকাবেগে অশ্রুপাত করবে
এবং অবধারিতভাবে খোলা
হবে কালো মলাটের শোকবই।
হয়তো সেই অশ্রুসমুদ্র দেখে
হতবাক হয়ে এক হলুদ মুনিয়া
প্রশ্ন করবে-কে ছিল সে?
হয়তো জগতের সকল বেলিফুল
আমার শবদেহের দিকে করুণ
বদনে তাকিয়ে বলবে-জানি না!
সেদিন হয়তো আমার নিশ্চল
দেহ তর্কাতীত মেনে নেবে-
এ পৃথিবীতে মানুষ বেঁচে থাকে
অন্যের সম্রাজ্যে।