আতপত্র
jugantor
আতপত্র

  মোস্তাফিজার রহমান  

১৭ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

একদিন আমিও ঝরে যাব

এক নিদারুণ কাঠগোলাপ

অথবা রবীন্দ্রনাথের মতো।

একদিন আমিও চলে যাব

এ পৃথিবীকে নিঃস্ব করে।

আমি সুনিশ্চিত সেদিন

পরিজনবর্গ শোকে স্তব্ধ হবে।

কেউ কেউ পক্ষপাতশূন্য

শোকাবেগে অশ্রুপাত করবে

এবং অবধারিতভাবে খোলা

হবে কালো মলাটের শোকবই।

হয়তো সেই অশ্রুসমুদ্র দেখে

হতবাক হয়ে এক হলুদ মুনিয়া

প্রশ্ন করবে-কে ছিল সে?

হয়তো জগতের সকল বেলিফুল

আমার শবদেহের দিকে করুণ

বদনে তাকিয়ে বলবে-জানি না!

সেদিন হয়তো আমার নিশ্চল

দেহ তর্কাতীত মেনে নেবে-

এ পৃথিবীতে মানুষ বেঁচে থাকে

অন্যের সম্রাজ্যে।

আতপত্র

 মোস্তাফিজার রহমান 
১৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

একদিন আমিও ঝরে যাব

এক নিদারুণ কাঠগোলাপ

অথবা রবীন্দ্রনাথের মতো।

একদিন আমিও চলে যাব

এ পৃথিবীকে নিঃস্ব করে।

আমি সুনিশ্চিত সেদিন

পরিজনবর্গ শোকে স্তব্ধ হবে।

কেউ কেউ পক্ষপাতশূন্য

শোকাবেগে অশ্রুপাত করবে

এবং অবধারিতভাবে খোলা

হবে কালো মলাটের শোকবই।

হয়তো সেই অশ্রুসমুদ্র দেখে

হতবাক হয়ে এক হলুদ মুনিয়া

প্রশ্ন করবে-কে ছিল সে?

হয়তো জগতের সকল বেলিফুল

আমার শবদেহের দিকে করুণ

বদনে তাকিয়ে বলবে-জানি না!

সেদিন হয়তো আমার নিশ্চল

দেহ তর্কাতীত মেনে নেবে-

এ পৃথিবীতে মানুষ বেঁচে থাকে

অন্যের সম্রাজ্যে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন