প্রায় পূর্ণিমা
jugantor
প্রায় পূর্ণিমা

  তানজির জামান  

১৭ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

এই জীবনকে আর কত সুযোগ দেব?

আঁধার কে সারা রাতজুড়ে

আর কত সুযোগ দেয়া যায়!

শুয়োপোকার এই দুরূহ নির্জন জীবনে

আর কত নির্বিকার সুযোগ নেবে বেঁচে থাকার

প্রতিশ্রুত বিশাল ডানার ভার গুটিয়ে এবার

প্রায় পূর্ণিমা এসে গেছে আপনার।

জীবনকে আর কত সুযোগ দেবে,

নাকি মরণের শেষ সুযোগটাও হারাবে!

প্রায় পূর্ণিমা

 তানজির জামান 
১৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

এই জীবনকে আর কত সুযোগ দেব?

আঁধার কে সারা রাতজুড়ে

আর কত সুযোগ দেয়া যায়!

শুয়োপোকার এই দুরূহ নির্জন জীবনে

আর কত নির্বিকার সুযোগ নেবে বেঁচে থাকার

প্রতিশ্রুত বিশাল ডানার ভার গুটিয়ে এবার

প্রায় পূর্ণিমা এসে গেছে আপনার।

জীবনকে আর কত সুযোগ দেবে,

নাকি মরণের শেষ সুযোগটাও হারাবে!

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন