কালপুরুষ
jugantor
কবিতা
কালপুরুষ

  মঈনুস সুলতান  

২৪ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

সেইলিংয়ে কথা লিখেছিলাম-

পালতোলা বোটে ভাসতে আপত্তি- নীরবে করছি অনুমান,

না হয় হাঁটা গেল সৈকতে-

হাঁটতে হাঁটতে করা যায় ফেনার অবয়বে নকশার অনুসন্ধান,

শতেক সেতু আমরা তো হয়েছি পার- প্রতারিতও হয়েছি বেশুমার

কিংবা আমাদের আছে যত- অন্তর্গত- রোনাজারি,

কখনো পুষতে চেয়েছি কী দুঃখ সুখের শুকসারি?

কথা বিশদ কিছু নয়-

মেঘছোঁয়া কিরণের মতো যখন জাগে জোৎস্না-নিবিড় বোধ,

পৌঁছতে দাও পূর্ণিমায়- পর্দায় করো না তো পথরোধ-

মেয়াদের করো না অপচয়;

ক্রমাগত মনষাঙ্কে বিভ্রান্ত হওয়া আদতে কী অস্বাভাবিক?

প্রণয়ের পরিভাষায় প্রচ্ছন্ন হয়ে আছে যে- পৃথক পরবাসের প্রতীক;

ভারাক্রান্ত হতে হতে আমিও তো হিসাবে হই হামেশা বেঁহুশ,

তারপরও অভিলাস যেহেতু এখনো চলছে আমাদের নিঃশ্বাস-প্রশ্বাস

দেখি না হয় একবার- একসাথে কালপুরুষ।

কবিতা

কালপুরুষ

 মঈনুস সুলতান 
২৪ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

সেইলিংয়ে কথা লিখেছিলাম-

পালতোলা বোটে ভাসতে আপত্তি- নীরবে করছি অনুমান,

না হয় হাঁটা গেল সৈকতে-

হাঁটতে হাঁটতে করা যায় ফেনার অবয়বে নকশার অনুসন্ধান,

শতেক সেতু আমরা তো হয়েছি পার- প্রতারিতও হয়েছি বেশুমার

কিংবা আমাদের আছে যত- অন্তর্গত- রোনাজারি,

কখনো পুষতে চেয়েছি কী দুঃখ সুখের শুকসারি?

কথা বিশদ কিছু নয়-

মেঘছোঁয়া কিরণের মতো যখন জাগে জোৎস্না-নিবিড় বোধ,

পৌঁছতে দাও পূর্ণিমায়- পর্দায় করো না তো পথরোধ-

মেয়াদের করো না অপচয়;

ক্রমাগত মনষাঙ্কে বিভ্রান্ত হওয়া আদতে কী অস্বাভাবিক?

প্রণয়ের পরিভাষায় প্রচ্ছন্ন হয়ে আছে যে- পৃথক পরবাসের প্রতীক;

ভারাক্রান্ত হতে হতে আমিও তো হিসাবে হই হামেশা বেঁহুশ,

তারপরও অভিলাস যেহেতু এখনো চলছে আমাদের নিঃশ্বাস-প্রশ্বাস

দেখি না হয় একবার- একসাথে কালপুরুষ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন