সাদা শাড়ি
শরীরে জড়ানো সাদা শাড়ি
এত ঝকঝক করে কেন!
আমিতো মা, সাথী হারিয়েছি!
ডিসেম্বরে আজ এক পা’ হয়ে গেলাম!
কত প্রাণ কত খুন এ পক্ষ ও পক্ষ সব মিলে
তখন এই এক পা ভরসা। বাকীপথ
খুঁড়িয়ে চলতে হবে জানি। জানি ওতো নেই।
বড় ছেলে মাকে দেখে নিজেকে সামলাতে পারবে?
ছোটটি বুঝতে পারছি না, কি করবে।
ওতো শুধু নাকফুল ধরে থাকতে চাইতো।
এখন সামনে যেতে হবে। সবার সামনে চলা
আর সন্তানের চোখের সামনে দাঁড়ানোর
ভাবনা কি জন্য বারবার এসে পড়ে?
ওরা দূরে ছিল। বেঁচে গেছে তাই। জানত না
আমি কি কেবল একা!
উনিশশো একাত্তরে পথ ঘাস পরিবেশ সব খুনে ভেজা।
হাতমুখ ধুতে গিয়ে লেগে গেল নাকফুল হাতে।
খুলে নিতে হবে।
পঁয়ত্রিশ বছরের সই খুলে এল হাতে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাদা শাড়ি
শরীরে জড়ানো সাদা শাড়ি
এত ঝকঝক করে কেন!
আমিতো মা, সাথী হারিয়েছি!
ডিসেম্বরে আজ এক পা’ হয়ে গেলাম!
কত প্রাণ কত খুন এ পক্ষ ও পক্ষ সব মিলে
তখন এই এক পা ভরসা। বাকীপথ
খুঁড়িয়ে চলতে হবে জানি। জানি ওতো নেই।
বড় ছেলে মাকে দেখে নিজেকে সামলাতে পারবে?
ছোটটি বুঝতে পারছি না, কি করবে।
ওতো শুধু নাকফুল ধরে থাকতে চাইতো।
এখন সামনে যেতে হবে। সবার সামনে চলা
আর সন্তানের চোখের সামনে দাঁড়ানোর
ভাবনা কি জন্য বারবার এসে পড়ে?
ওরা দূরে ছিল। বেঁচে গেছে তাই। জানত না
আমি কি কেবল একা!
উনিশশো একাত্তরে পথ ঘাস পরিবেশ সব খুনে ভেজা।
হাতমুখ ধুতে গিয়ে লেগে গেল নাকফুল হাতে।
খুলে নিতে হবে।
পঁয়ত্রিশ বছরের সই খুলে এল হাতে।