হৃদয়ের প্রতিধ্বনি
হৃদয়ের একাকিত্ব
অস্তিত্বের উপত্যকায় প্রতিধ্বনি হয়ে বাজে,
আবেগের বৃষ্টিভরা কালো মেঘ
তুমুল বর্ষণ থেকে
হৃদয়ের শুকনো মাটিকে বঞ্চিত রাখে,
আর সেই মেঘমালা উড়ে বেড়ায়
যন্ত্রণার অসীম নীল আকাশে।
চোখের ধুধু দৃষ্টি ফিরে ফিরে আসে
নিজের হৃদয়ের রক্তক্ষরণের দৃশ্য দেখে,
অন্তরে টগবগ করা অগ্নেয়গিরির লাভায় পুড়ে
অনুভবের শরীর দগ্ধ।
কিন্তু মনের অরণ্যে
এখনো পুষ্পিত আছে
অনুভূতির এক তাজা লাল গোলাপ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হৃদয়ের প্রতিধ্বনি
হৃদয়ের একাকিত্ব
অস্তিত্বের উপত্যকায় প্রতিধ্বনি হয়ে বাজে,
আবেগের বৃষ্টিভরা কালো মেঘ
তুমুল বর্ষণ থেকে
হৃদয়ের শুকনো মাটিকে বঞ্চিত রাখে,
আর সেই মেঘমালা উড়ে বেড়ায়
যন্ত্রণার অসীম নীল আকাশে।
চোখের ধুধু দৃষ্টি ফিরে ফিরে আসে
নিজের হৃদয়ের রক্তক্ষরণের দৃশ্য দেখে,
অন্তরে টগবগ করা অগ্নেয়গিরির লাভায় পুড়ে
অনুভবের শরীর দগ্ধ।
কিন্তু মনের অরণ্যে
এখনো পুষ্পিত আছে
অনুভূতির এক তাজা লাল গোলাপ।