তুষারের মেহরাবে
মঈনুস সুলতান
২৬ মে ২০২৩, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ
কোনো কোনো মানুষের থাকে না স্বজন কিংবা স্বদেশ
তারপরও কোনক্রমে বেঁচে থাকে কিছুকাল,
দিনযাপনে প্রধান হয়ে ওঠে ক্লেশ,
শোনা যায়, তাঁতিরা মসলিনে ফের বুনছে সকাল;
কিছু ভাবনা কিছু বিভ্রম, সূর্যশিশিরে হয় রঙিন
দেবদেউলের বন্ধ বাতায়নে বাজে অন্ধ করতালি,
কিছু পথরেখা নড়বড়ে সাঁকোতে সংগীন,
জাফরানের চেরাগে রৌশন হয় বনানীর পত্রালী;
কোনো কোনো সফরে ঘরবাড়ি হয়ে ওঠে জাদুঘর
গন্তব্যের মৃগতৃষিকায়, বৃদ্ধি পায়, মনস্তাপ,
মননের চক্রবাকে আপন হয়ে ওঠে পরদেশি জাতিস্মর
তুষারের মেহরাবে আঁকা হয় মোহনচূড় পাখির পদছাপ।
তুষারের মেহরাবে
মঈনুস সুলতান
২৬ মে ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কোনো কোনো মানুষের থাকে না স্বজন কিংবা স্বদেশ
তারপরও কোনক্রমে বেঁচে থাকে কিছুকাল,
দিনযাপনে প্রধান হয়ে ওঠে ক্লেশ,
শোনা যায়, তাঁতিরা মসলিনে ফের বুনছে সকাল;
কিছু ভাবনা কিছু বিভ্রম, সূর্যশিশিরে হয় রঙিন
দেবদেউলের বন্ধ বাতায়নে বাজে অন্ধ করতালি,
কিছু পথরেখা নড়বড়ে সাঁকোতে সংগীন,
জাফরানের চেরাগে রৌশন হয় বনানীর পত্রালী;
কোনো কোনো সফরে ঘরবাড়ি হয়ে ওঠে জাদুঘর
গন্তব্যের মৃগতৃষিকায়, বৃদ্ধি পায়, মনস্তাপ,
মননের চক্রবাকে আপন হয়ে ওঠে পরদেশি জাতিস্মর
তুষারের মেহরাবে আঁকা হয় মোহনচূড় পাখির পদছাপ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023