একটি গোলাপের আর্তনাদ

 আবু ইউসুফ 
২৬ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

এইতো একটু আগেও

মৌমাছির মতো গুঞ্জন করে

আমার এধার-ওধার করছিলে।

একটু সহানুভূতি, একটু পরশের

উদগ্র কামনায় ছিলে আপ্লুত।

অনেকটা পথ পেরিয়ে এসেছিলে

প্রেয়সীর রাঙা কবরী খানিকটা

চাঙ্গা করার মানসে।

কাঁটার খোঁচা না হয় একটু, তাতে কী?

আমাকে পাবার উন্মত্ত ব্যাকুলতায়

প্রকৃতির বন্ধুর বাধা তুচ্ছ করে।

পাছে প্রেয়সী লজ্জা পায়;

অভিমান করে; তাই উদারতা দেখিয়েই

আমাকে স্পর্শের সুখটুকু পাবার

অবাধ সুযোগ করে দিই।

প্রেয়সীর সেই না পাওয়ার লজ্জা

দীর্ঘদিন পর ফুটে উঠেছে তোমার ঠোঁটে।

আমাকে দেখেই। কাঁটার খোঁচা

তোমার কাছে আজ অলীক।

সুখলাভের অবাধ সুযোগটুকু

তোমার কাছে আজ-

প্রকৃতির প্রতি অবাধ যৌনাচার।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন