তোমার জন্যে
সোহরাব পাশা
০২ জুন ২০২৩, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ
চারদিকে নৈঃশব্দ্যের শব্দ-সৃজনের পাড় ভাঙে,
ভাঙছে প্রিয় গল্পের বাড়ি
দৌড়ুচ্ছে সবাই-অস্থির তোমার জন্যে
টোকা দিচ্ছে অন্য দরোজায়-
যেখানে তোমার উপস্থিতি নেই দীর্ঘকাল ধরে;
অন্যরকম ঘ্রাণের শব্দ মধ্যরাতে
মেঘের পঙ্ক্তি খোঁজে অপর আঙুল
তোমার চুলের ভাঁজে-বিহ্বল শরীরে,
কোথাও কেউ গোপন করছে অবেলার ক্লান্তি অশ্রু
শেষ পাতাটি থেকেও সরে যাচ্ছে সোনায় মোড়ানো
স্নিগ্ধ আলো
শুধু তোমার চোখের উপমা ছাড়া অন্য কোনো
প্রিয় ব্যাখ্যা নেই গোলাপের;
ডানা ভাঙা নদী ডাকে-‘ও জল ও জল’
জল নেই, উঠে আসে রৌদ্রেপোড়া কালি
শূন্যতার বিষণ্ন বিদ্রুপ,
তুমি এখন ভীষণ অন্য প্রিয়
খুব রাত্রি প্রিয় বাসনা বৃষ্টির কাছে।
তোমার জন্যে
সোহরাব পাশা
০২ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
চারদিকে নৈঃশব্দ্যের শব্দ-সৃজনের পাড় ভাঙে,
ভাঙছে প্রিয় গল্পের বাড়ি
দৌড়ুচ্ছে সবাই-অস্থির তোমার জন্যে
টোকা দিচ্ছে অন্য দরোজায়-
যেখানে তোমার উপস্থিতি নেই দীর্ঘকাল ধরে;
অন্যরকম ঘ্রাণের শব্দ মধ্যরাতে
মেঘের পঙ্ক্তি খোঁজে অপর আঙুল
তোমার চুলের ভাঁজে-বিহ্বল শরীরে,
কোথাও কেউ গোপন করছে অবেলার ক্লান্তি অশ্রু
শেষ পাতাটি থেকেও সরে যাচ্ছে সোনায় মোড়ানো
স্নিগ্ধ আলো
শুধু তোমার চোখের উপমা ছাড়া অন্য কোনো
প্রিয় ব্যাখ্যা নেই গোলাপের;
ডানা ভাঙা নদী ডাকে-‘ও জল ও জল’
জল নেই, উঠে আসে রৌদ্রেপোড়া কালি
শূন্যতার বিষণ্ন বিদ্রুপ,
তুমি এখন ভীষণ অন্য প্রিয়
খুব রাত্রি প্রিয় বাসনা বৃষ্টির কাছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023