তোমার জন্যে

 সোহরাব পাশা 
০২ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

চারদিকে নৈঃশব্দ্যের শব্দ-সৃজনের পাড় ভাঙে,

ভাঙছে প্রিয় গল্পের বাড়ি

দৌড়ুচ্ছে সবাই-অস্থির তোমার জন্যে

টোকা দিচ্ছে অন্য দরোজায়-

যেখানে তোমার উপস্থিতি নেই দীর্ঘকাল ধরে;

অন্যরকম ঘ্রাণের শব্দ মধ্যরাতে

মেঘের পঙ্ক্তি খোঁজে অপর আঙুল

তোমার চুলের ভাঁজে-বিহ্বল শরীরে,

কোথাও কেউ গোপন করছে অবেলার ক্লান্তি অশ্রু

শেষ পাতাটি থেকেও সরে যাচ্ছে সোনায় মোড়ানো

স্নিগ্ধ আলো

শুধু তোমার চোখের উপমা ছাড়া অন্য কোনো

প্রিয় ব্যাখ্যা নেই গোলাপের;

ডানা ভাঙা নদী ডাকে-‘ও জল ও জল’

জল নেই, উঠে আসে রৌদ্রেপোড়া কালি

শূন্যতার বিষণ্ন বিদ্রুপ,

তুমি এখন ভীষণ অন্য প্রিয়

খুব রাত্রি প্রিয় বাসনা বৃষ্টির কাছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন