তোমার খয়েরি ঝিলপাড়ে

 আকেল হায়দার 
০২ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

তোমার সোনালি খেতে গুটিসুটি হয়ে থাকা

ঘুমন্ত ঘুঘু দুটি চাই!

গিরিখাতের কেন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুর মতো

নক্ষত্র নথটা চাই!

খয়েরি ঝিলপাড়ে ফোঁটা জামদানি মোড়া

ইয়োনি ফুলটা চাই!

ফসলিঘ্রাণে মন হারিয়েছে জোছনা বনে

উষ্ণতার রংধনু চাই!

এসো সব ব্যথা ভুলে, আজ দুয়ে মিলে

নবান্নের উল্লাস জাগাই।

মুক্তির মশালে, বিষাদ অরণ্য পুড়িয়ে

আনন্দের মিছিল নামাই।

তোমার কাছে আমার চাওয়ার শেষ নাই;

চাইলেই কি আর সব পাই?

তাই কবিতার মাঠে, শব্দের বীজতলা বুনে

হৃদয়ের তৃষ্ণা মেটাই।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন