লিঙ্গান্তর

 স.ম. শামসুল আলম 
০২ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

উল্টো দিকে ফিরে, উল্টো হয়ে, ডিগবাজি খাওয়ার

ভঙ্গিতে পাথরসদৃশ মূর্তি হয়ে আছি

তুমি যা খুশি ভাবতে পারো, যা খুশি করতে পারো

এই কায়দাটা অন্ধকারের চেয়ে ঘনত্বের দাবিদার

তুমি নগ্ন হয়ে জলের দিকে যেতে পারো,

বনের দিকে যেতে পারো

সমস্যা তখনই তৈরি হবে যখন আমি

সোজা হয়ে দাঁড়াব

আর ফিরে তাকাবো তোমার দিকে

সেই সম্ভাবনা একেবারে ভেস্তে গেছে নিশ্চিন্ত থাকতে পারো

উল্টো হয়ে, উল্টো দিকে ফিরে থাকতে থাকতে

এখন নড়াচড়ার ক্ষমতা সম্পূর্ণরূপে হারিয়েছি,

বলতে পারো মানবমূর্তি

এই সুযোগে যৌবনশক্তিটাও কাজে লাগাতে পারো,

রোজগার করতে পারো

সুন্দরের দিকে গেলেও ক্ষতি নেই

সকল সুন্দর সৃষ্টির মূল রহস্য অন্ধকার থেকেই উৎপত্তি

যদি পারো আমাকে উল্টিয়ে নাও

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন