জলছাঁট দাও ক্ষোভের আগুনে

 শাওন আসগর 
০৯ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

অনেক আগেই শেষ হয়েছে কথা

শেষ হয়েছে গল্প বলা কবিতা ও গান

যা বলছি সবাই

তাতো আদিষ্ট পয়ার ময়নার মতো সুরেলা আওয়াজ

যেটুকু আছে সময় হাতে

যেটুকু আছে সম্মুখে যাবার

আর যেটুকু আছে পাবার ও আদায়যোগ্য

তা নিয়ে তোষামোদ করার কী প্রয়োজন?

সকল কপট চিত্রকে এক করে

শর্তভাঙার সকাল মধ্যাহ্ন ও রাতের কষ্ট মুছে ফেলে

জনে জনে মিলিয়ে নাও প্রতিবাদ কর্ম।

এখন কথা না বলে গল্প না বলে

হতাশার চোখে জলছাঁট দাও ক্ষোভের আগুনে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন