মস্তিষ্কের করোটি
আরণ্যক শামছ
০৯ জুন ২০২৩, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ
আমি এক আরণ্যক বিপুল অরণ্যে,
শুয়ে থাকা সমতল মাঠ;
নির্জন হিমালয়ে নিমগ্ন সাধু আমি,
করি শুধু মানুষেরে পাঠ।
নির্জন দুপুরে বিস্কুটে গলে যাওয়া,
আমি যেন এককাপ চা;
ধ্বংসস্তূপের নিচে নিপ্রো নদীর দেশে,
আমি এক রক্তাক্ত পা।
জয় গোস্বামী হাতে নির্জন পার্কেতে,
আজও দেখি ফুলের ক্রন্দন;
দেখি শুধু রমণীর মেহময় অবয়বে
আছে কত ভেষজ পতন।
আমার শব্দেরা শঙ্খচিল হয়ে গেলে
ওপারে কবিতা লেখেন শঙ্খঘোষ,
হুমাযুন আজাদ তার শব্দের চোখ দিয়ে
চাঁদের আলোয় খুঁজেন কবিতার দোষ।
কলোনিয়্যাল বৃত্তে ঘিরে থাকা সেমিটিজম
গণতন্ত্রের বুলেটে শিরিনের লাশ,
পশ্চিমা পুঁজিবাদ মিডিয়া মোগল হলে
মস্তিষ্কের করোটিতে ‘সাংবাদিক দাস’।
মস্তিষ্কের করোটি
আরণ্যক শামছ
০৯ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
আমি এক আরণ্যক বিপুল অরণ্যে,
শুয়ে থাকা সমতল মাঠ;
নির্জন হিমালয়ে নিমগ্ন সাধু আমি,
করি শুধু মানুষেরে পাঠ।
নির্জন দুপুরে বিস্কুটে গলে যাওয়া,
আমি যেন এককাপ চা;
ধ্বংসস্তূপের নিচে নিপ্রো নদীর দেশে,
আমি এক রক্তাক্ত পা।
জয় গোস্বামী হাতে নির্জন পার্কেতে,
আজও দেখি ফুলের ক্রন্দন;
দেখি শুধু রমণীর মেহময় অবয়বে
আছে কত ভেষজ পতন।
আমার শব্দেরা শঙ্খচিল হয়ে গেলে
ওপারে কবিতা লেখেন শঙ্খঘোষ,
হুমাযুন আজাদ তার শব্দের চোখ দিয়ে
চাঁদের আলোয় খুঁজেন কবিতার দোষ।
কলোনিয়্যাল বৃত্তে ঘিরে থাকা সেমিটিজম
গণতন্ত্রের বুলেটে শিরিনের লাশ,
পশ্চিমা পুঁজিবাদ মিডিয়া মোগল হলে
মস্তিষ্কের করোটিতে ‘সাংবাদিক দাস’।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023