মস্তিষ্কের করোটি

 আরণ্যক শামছ 
০৯ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

আমি এক আরণ্যক বিপুল অরণ্যে,

শুয়ে থাকা সমতল মাঠ;

নির্জন হিমালয়ে নিমগ্ন সাধু আমি,

করি শুধু মানুষেরে পাঠ।

নির্জন দুপুরে বিস্কুটে গলে যাওয়া,

আমি যেন এককাপ চা;

ধ্বংসস্তূপের নিচে নিপ্রো নদীর দেশে,

আমি এক রক্তাক্ত পা।

জয় গোস্বামী হাতে নির্জন পার্কেতে,

আজও দেখি ফুলের ক্রন্দন;

দেখি শুধু রমণীর মেহময় অবয়বে

আছে কত ভেষজ পতন।

আমার শব্দেরা শঙ্খচিল হয়ে গেলে

ওপারে কবিতা লেখেন শঙ্খঘোষ,

হুমাযুন আজাদ তার শব্দের চোখ দিয়ে

চাঁদের আলোয় খুঁজেন কবিতার দোষ।

কলোনিয়্যাল বৃত্তে ঘিরে থাকা সেমিটিজম

গণতন্ত্রের বুলেটে শিরিনের লাশ,

পশ্চিমা পুঁজিবাদ মিডিয়া মোগল হলে

মস্তিষ্কের করোটিতে ‘সাংবাদিক দাস’।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন