অভিসার

 শিল্পী নাজনীন 
০৯ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

আমি নদীর কাছে যাই

নদীর বুকে তপ্ত আগুন

জলের দেখা নাই

আমি তোমার কাছে যাই

তোমার কাছে বিষের ছুরি

একছুটে পালাই

আমি আমার কাছে আসি

বুকের মধ্যে আগুন রেখে

স্নিগ্ধ সুখে ভাসি

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন