নিজস্ব অমরতা
অসীম বিভাকর
০৯ জুন ২০২৩, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ
যদিও তাকায় অনেকজনের দিকে;
একজনকেই খুঁজে ফিরে তার চোখ।
তপ্ত বেলায় শীতলতা ছাড়া
থাকে কি চাওয়ার কিছু?
দরোজা খুলতে যতো বিলম্ব হোক।
একপথে হেঁটে পাওয়া যায় বহু পথ;
একঘর হয় বহু মানুষের ঘর।
নদীর জোয়ার হাত রাখে তারও হাতে
সকালে দুপুরে যে হয় স্বার্থপর।
বিকেল আবার যেতে চায় শৈশবে;
প্রিয় হয়ে ওঠে সমূহ দুর্বলতা।
খুঁজুক যতোই স্বজনের চেনা মুখ;
অভীপ্সা তার নিজস্ব অমরতা।
নিজস্ব অমরতা
অসীম বিভাকর
০৯ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
যদিও তাকায় অনেকজনের দিকে;
একজনকেই খুঁজে ফিরে তার চোখ।
তপ্ত বেলায় শীতলতা ছাড়া
থাকে কি চাওয়ার কিছু?
দরোজা খুলতে যতো বিলম্ব হোক।
একপথে হেঁটে পাওয়া যায় বহু পথ;
একঘর হয় বহু মানুষের ঘর।
নদীর জোয়ার হাত রাখে তারও হাতে
সকালে দুপুরে যে হয় স্বার্থপর।
বিকেল আবার যেতে চায় শৈশবে;
প্রিয় হয়ে ওঠে সমূহ দুর্বলতা।
খুঁজুক যতোই স্বজনের চেনা মুখ;
অভীপ্সা তার নিজস্ব অমরতা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023