একাকিত্বে এক বিপ্লবী

 শফিনেছার 
০৯ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

তার শহরটা ধসিয়ে দেওয়া হলো, রাস্তাটা ভাঙা হলো

আর বাড়িগুলোকে করা হলো চুরমার

তার জ্বলন্ত দু’চোখে ছিল পুনরুত্থানের স্বপ্ন

দুপুরবেলায় খসে পড়েছিল মেঘ!

নক্ষত্রের পানে তাকিয়ে মুক্তির গান গেয়েছিল সে

সাম্যের স্লোগানে স্লোগানে মুখর ছিল রাজপথে

আর স্বপ্নের জয়ধ্বনি বিমোহিত করেছিল তাকে।

তার মুক্তির গান, সাম্যের স্লোগান

সেই আলোর স্পর্শ হারিয়ে গেছে,

হারিয়ে গেছে-স্নিগ্ধ ইচ্ছে সব!

সেভাবে, ভেবে যায় কিন্তু জানা হয় না

পৃথিবী কেন শান্তি থেকে বহুদূরে?

কেন ফিলিস্তিন থেকে বসনিয়া

বসনিয়া থেকে রাখাইন

রাখাইন থেকে ইউক্রেনের জনপদগুলো

বিষণ্ন প্রহরে দুঃখের মুহূর্তগুলো

বয়ে যায় এই একবিংশ শতকেও?

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন