Logo
Logo
×

খবর

বিচারপতি মোজাম্মেল হকের ইন্তেকাল

সুপ্রিমকোর্টে জানাজা সম্পন্ন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মো. মোজাম্মেল হক (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মঙ্গলবার ভোরে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি মারা যান। তার জানাজা বুধবার বাদ জোহর সুপ্রিমকোর্ট চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীরা শরিক হন।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বাদ আসর জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হবে। শনিবার বাদ আসর উত্তর বাড্ডাস্থ বাসায় মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

বিচারপতি মো. মোজাম্মেল হকের এক ছেলে ও এক মেয়ে আমেরিকাপ্রবাসী। আরেক মেয়ে মেহেরুন্নেসা অস্ট্রেলিয়াপ্রবাসী। তারা দেশে ফিরলে লাশ দাফন করা হবে। বিচারপতি মোজাম্মেল হক ১৯৩৫ সালের ১ ডিসেম্বর সিরাজগঞ্জের বেলকুচি থানার সুর্বণসারা গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬২ সালের ১৫ সেপ্টেম্বর তিনি হাইকোর্টের সনদ ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগের বিচারপতি পদে নিয়োগ পান এবং ২০০০ সাল পর্যন্ত বিচারপতি ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম