শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন নিয়ে কাজ করছে জাতীয় পার্টি
-রুহুল আমিন হাওলাদার
পটুয়াখালী প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৮, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন কীভাবে করা যায় তা নিয়ে কাজ করছে জাতীয় পার্টি। আগামী ৫ নভেম্বর সরকারের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ অনুষ্ঠিত হবে। আর সেখানেই এ বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী ডিসি স্কোয়ারে স্থানীয় অসচ্ছল মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা জাতীয় পার্টির সভাপতি সুলতান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না এমপি। পটুয়াখালী ডিসি মঞ্চে প্রায় ১০ হাজার অসচ্ছল মানুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন নিয়ে কাজ করছে জাতীয় পার্টি
-রুহুল আমিন হাওলাদার
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন কীভাবে করা যায় তা নিয়ে কাজ করছে জাতীয় পার্টি। আগামী ৫ নভেম্বর সরকারের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ অনুষ্ঠিত হবে। আর সেখানেই এ বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী ডিসি স্কোয়ারে স্থানীয় অসচ্ছল মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা জাতীয় পার্টির সভাপতি সুলতান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না এমপি। পটুয়াখালী ডিসি মঞ্চে প্রায় ১০ হাজার অসচ্ছল মানুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।