এফসি লগ এরিয়ায় মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন
মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগের ইতিহাস আরও ছড়িয়ে দিতে ঢাকা সেনানিবাসের ফাইন্যান্স কন্ট্রোলার বা এফসি (আর্মি) লগ এরিয়ায় মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্নার স্থাপন করা হয়। কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মোহাম্মদ ইকবাল হোসেন রোববার প্রধান অতিথি হিসেবে কর্নার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) মনোয়ারা হাবীব। এফসি কন্ট্রোলার মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রতিরক্ষা অর্থ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় শোক দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঐতিহাসিক প্রেক্ষাপট ও মুক্তিযুদ্ধকালীন ঘটনাপঞ্জিকে উপজীব্য করে কক্ষটির বিভিন্ন দেয়াল সাজানো হয়েছে। আলোচনা শেষে অতিথিরা মুক্তিযুদ্ধ কর্নার ঘুরে দেখেন। তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নান্দনিকভাবে উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। আইএসপিআর।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এফসি লগ এরিয়ায় মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন
মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগের ইতিহাস আরও ছড়িয়ে দিতে ঢাকা সেনানিবাসের ফাইন্যান্স কন্ট্রোলার বা এফসি (আর্মি) লগ এরিয়ায় মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্নার স্থাপন করা হয়। কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মোহাম্মদ ইকবাল হোসেন রোববার প্রধান অতিথি হিসেবে কর্নার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) মনোয়ারা হাবীব। এফসি কন্ট্রোলার মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রতিরক্ষা অর্থ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় শোক দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঐতিহাসিক প্রেক্ষাপট ও মুক্তিযুদ্ধকালীন ঘটনাপঞ্জিকে উপজীব্য করে কক্ষটির বিভিন্ন দেয়াল সাজানো হয়েছে। আলোচনা শেষে অতিথিরা মুক্তিযুদ্ধ কর্নার ঘুরে দেখেন। তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নান্দনিকভাবে উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। আইএসপিআর।