মহেশখালীতে প্রদীপের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ
মহেশখালী প্রতিনিধি
১৪ আগস্ট ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাবেক পুলিশ কর্মকর্তা প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে করা হত্যা মামলার আবেদন কক্সবাজারের মহেশখালী আদালত খারিজ করে দিয়েছেন। ২০১৭ সালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত আবদুস সাত্তারের স্ত্রী হামিদা আক্তার বুধবার মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছিলেন। বৃহস্পতিবার আদালত মামলাটি খারিজ করে দেন। একইসঙ্গে ওই বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের পক্ষে করা মামলার তদন্তের দায়িত্ব সিআইডিকে দেয়া হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ফেরদৌস বলেন, সাত্তার একজন তালিকাভুক্ত অস্ত্র ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে তখন অস্ত্র মামলাসহ একাধিক মামলা ছিল। বুধবার ওসি (বরখাস্ত) প্রদীপসহ ২৯ জনকে বিবাদী করে মহেশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দীনের আদালতে মামলার আবেদন করেছিলেন সাত্তারের স্ত্রী হামিদা আক্তার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মহেশখালীতে প্রদীপের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ
সাবেক পুলিশ কর্মকর্তা প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে করা হত্যা মামলার আবেদন কক্সবাজারের মহেশখালী আদালত খারিজ করে দিয়েছেন। ২০১৭ সালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত আবদুস সাত্তারের স্ত্রী হামিদা আক্তার বুধবার মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছিলেন। বৃহস্পতিবার আদালত মামলাটি খারিজ করে দেন। একইসঙ্গে ওই বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের পক্ষে করা মামলার তদন্তের দায়িত্ব সিআইডিকে দেয়া হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ফেরদৌস বলেন, সাত্তার একজন তালিকাভুক্ত অস্ত্র ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে তখন অস্ত্র মামলাসহ একাধিক মামলা ছিল। বুধবার ওসি (বরখাস্ত) প্রদীপসহ ২৯ জনকে বিবাদী করে মহেশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দীনের আদালতে মামলার আবেদন করেছিলেন সাত্তারের স্ত্রী হামিদা আক্তার।