প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি

কুমিল্লায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

 কুমিল্লা ব্যুরো 
২৯ আগস্ট ২০২০, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় খন্দকার আবু মুছা নামে পুলিশের এক উপ-পরিদর্শকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে অপপ্রচার এবং কটূক্তির অভিযোগে সফিউল্লাহ নামের এক মুক্তিযোদ্ধা কুমিল্লার ৮নং আমলি আদালতে মামলাটি করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখার ওসিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

খন্দকার আবু মুছা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ডালপা গ্রামের বাসিন্দা। ঢাকার মালিবাগের পুলিশের বিশেষ শাখায় কর্মরত আছেন। মামলার বাদীও একই এলাকার বাসিন্দা। এছাড়া ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আরও দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জানা যায়, পুলিশের উপ-পরিদর্শক খন্দকার আবু মুছার ফেসবুক আইডির সঙ্গে এলাকার অনেকে যুক্ত রয়েছেন। সম্প্রতি তিনি ভুয়া ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা এবং আপত্তিকর একটি খবর নিজের পেজে শেয়ার করেন। বিষয়টি তার নিজ এলাকার লোকজনের দৃষ্টিগোচর হয়। এতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মুক্তিযোদ্ধা সফিউল্লাহ বাদী হয়ে ২৪ আগস্ট মামলা করেন।

এদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তার শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকালে ডালপা বাজারে মানববন্ধন হয়। আন্দিকুট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হাকিমের সভাপতিত্বে মানববন্ধনে বাঙ্গরা উপজেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মনির খান, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলেক মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক নুরু মিয়া, নজরুল ইসলাম মাস্টার, মুক্তিযোদ্ধা সফিউল্লাহ, ইউপি সদস্য জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন