কুমিল্লায় বাসচাপায় মা-মেয়ে নিহত
ঢাকায় পিআইবির পরিচালকসহ পাঁচ জেলায় আরও ৫ জনের মৃত্যু
যুগান্তর ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে কুমিল্লার বুড়িচংয়ে বাসের ধাক্কায় মারা গেছেন মা-মেয়ে।
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় পিআইবির পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব মো. ইলিয়াস ভূইয়া নিহত হয়েছেন।
এছাড়া চাঁদপুরের ফরিদগঞ্জ, কক্সবাজারের চকরিয়া, দিনাজপুর ও ময়মনসিংহের ভালুকায় একজন করে মারা গেছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
কুমিল্লা ও ব্রাক্ষণপাড়া : সোমবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ের তুতবাগান এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ের মৃত্যু হয়েছে।
এ সময় আহত হয়েছেন বাবা ও অপর মেয়ে। স্থানীয়রা জানান, দেবিদ্বার থেকে মোটরসাইকেলে এরশাদ মিয়া তার স্ত্রী কুলসুম (৩৬) ও দুই মেয়ে মাহিনুর (৮) ও শাহিনুরকে (৩) নিয়ে কুমিল্লা শহরে যাচ্ছিলেন।
এ সময় বাসের ধাক্কায় কুলসুম ও শাহিনুর ঘটনাস্থলেই মারা যান। এরশাদ ও মাহিনুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি দেবিদ্বার উপজেলার সাঁইচাপাড়া এলাকায়।
ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. ইলিয়াস ভূইয়া মারা গেছেন।
রোববার রাতে শনির আখড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি মোটরসাইকেলে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামে।
সাত ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন বড়। ইলিয়াস ভূইয়া বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা ছিলেন।
ফরিদগঞ্জ (চাঁদপুর) : মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী রহমত উল্ল্যা (৫৫) মারা গেছেন।
তার বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকায়। সোমবার সকালে উপজেলার সিআইপি বাঁধের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
চকরিয়া (কক্সবাজার) : সোমবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার ভাঙ্গার মুখ এলাকায় সড়ক দুর্ঘটনায় ফণীন্দ্র বড়ুয়া (৬৫) নামে এক পথচারী মারা গেছেন।
এ সময় আরও পাঁচজন আহত হন। নিহত ফণীন্দ্রর বাড়ি চকরিয়া পৌরসভার নিজপানখালী বড়ুয়া পাড়ায়।
দিনাজপুর : খানসামায় স্কুলছাত্রকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মোশরাফুল আলম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মোশরাফুল খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়া গ্রামের হকেরহাট এলাকার ছকেত আলীর ছেলে।
ভালুকা (ময়মনসিংহ) : ট্রাক চাপায় শাহজালাল (৪০) নামে এক চায়ের দোকানদার নিহত হয়েছেন।
রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ ঘটনা ঘটে। নিহত শাহজালাল হালুয়াঘাট উপজেলার মনিপুরা গ্রামের শাহজাহানের ছেলে।
বাগেরহাট : সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এলাকায় ডাক বিভাগের কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে দু’জন আহত হয়েছেন। তারা হলেন হাফিজুর রহমান ও আনিছুর রহমান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় বাসচাপায় মা-মেয়ে নিহত
ঢাকায় পিআইবির পরিচালকসহ পাঁচ জেলায় আরও ৫ জনের মৃত্যু
দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে কুমিল্লার বুড়িচংয়ে বাসের ধাক্কায় মারা গেছেন মা-মেয়ে।
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় পিআইবির পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব মো. ইলিয়াস ভূইয়া নিহত হয়েছেন।
এছাড়া চাঁদপুরের ফরিদগঞ্জ, কক্সবাজারের চকরিয়া, দিনাজপুর ও ময়মনসিংহের ভালুকায় একজন করে মারা গেছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
কুমিল্লা ও ব্রাক্ষণপাড়া : সোমবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ের তুতবাগান এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ের মৃত্যু হয়েছে।
এ সময় আহত হয়েছেন বাবা ও অপর মেয়ে। স্থানীয়রা জানান, দেবিদ্বার থেকে মোটরসাইকেলে এরশাদ মিয়া তার স্ত্রী কুলসুম (৩৬) ও দুই মেয়ে মাহিনুর (৮) ও শাহিনুরকে (৩) নিয়ে কুমিল্লা শহরে যাচ্ছিলেন।
এ সময় বাসের ধাক্কায় কুলসুম ও শাহিনুর ঘটনাস্থলেই মারা যান। এরশাদ ও মাহিনুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি দেবিদ্বার উপজেলার সাঁইচাপাড়া এলাকায়।
ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. ইলিয়াস ভূইয়া মারা গেছেন।
রোববার রাতে শনির আখড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি মোটরসাইকেলে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামে।
সাত ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন বড়। ইলিয়াস ভূইয়া বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা ছিলেন।
ফরিদগঞ্জ (চাঁদপুর) : মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী রহমত উল্ল্যা (৫৫) মারা গেছেন।
তার বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকায়। সোমবার সকালে উপজেলার সিআইপি বাঁধের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
চকরিয়া (কক্সবাজার) : সোমবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার ভাঙ্গার মুখ এলাকায় সড়ক দুর্ঘটনায় ফণীন্দ্র বড়ুয়া (৬৫) নামে এক পথচারী মারা গেছেন।
এ সময় আরও পাঁচজন আহত হন। নিহত ফণীন্দ্রর বাড়ি চকরিয়া পৌরসভার নিজপানখালী বড়ুয়া পাড়ায়।
দিনাজপুর : খানসামায় স্কুলছাত্রকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মোশরাফুল আলম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মোশরাফুল খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়া গ্রামের হকেরহাট এলাকার ছকেত আলীর ছেলে।
ভালুকা (ময়মনসিংহ) : ট্রাক চাপায় শাহজালাল (৪০) নামে এক চায়ের দোকানদার নিহত হয়েছেন।
রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ ঘটনা ঘটে। নিহত শাহজালাল হালুয়াঘাট উপজেলার মনিপুরা গ্রামের শাহজাহানের ছেলে।
বাগেরহাট : সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এলাকায় ডাক বিভাগের কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে দু’জন আহত হয়েছেন। তারা হলেন হাফিজুর রহমান ও আনিছুর রহমান।