রাজস্থলীতে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত
রাঙ্গামাটি প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাঙ্গামাটির রাজস্থলীতে সন্ত্রাসীদের গুলিতে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম জালাল উদ্দিন (২৮) ওরফে রিপন। সোমবার বেলা ২টায় উপজেলা সদরের রাজস্থলী বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।
জানা যায়, ওই সময় জালাল উদ্দিন পেশাগত কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় একদল বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জালালের।
লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। ঘটনার জন্য জেএসএসকে দায়ী করেন নিহতের মা শেফালী বেগম। রাজস্থলী থানার ওসি মফজল আহমদ খান জানান, পুলিশ ঘটনাস্থল যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়েছে। তাদেরকে গ্রেফতারে অভিযান চালানো হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজস্থলীতে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত
রাঙ্গামাটির রাজস্থলীতে সন্ত্রাসীদের গুলিতে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম জালাল উদ্দিন (২৮) ওরফে রিপন। সোমবার বেলা ২টায় উপজেলা সদরের রাজস্থলী বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।
জানা যায়, ওই সময় জালাল উদ্দিন পেশাগত কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় একদল বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জালালের।
লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। ঘটনার জন্য জেএসএসকে দায়ী করেন নিহতের মা শেফালী বেগম। রাজস্থলী থানার ওসি মফজল আহমদ খান জানান, পুলিশ ঘটনাস্থল যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়েছে। তাদেরকে গ্রেফতারে অভিযান চালানো হবে।