৪ জনকে গলা কেটে হত্যা মামলায় রায়হানুল রিমান্ডে
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা মামলায় নিহত শাহীনুরের ছোট ভাই রায়হানুল ইসলামকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুরে সাতক্ষীরা আমলি আদালতের বিচারক ইয়াসমিন নাহার শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিআইডি ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। গত শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় সিআইডি। রোববার শুনানির জন্য তাকে আদালতে তোলা হয়। হত্যাকাণ্ডের দিন বৃহস্পতিবারই তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার কলারোয়ার খলসি গ্রামে শাহীনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে মাহি ও মেয়ে তাসনিমকে গলা কেটে হত্যা করা হয়। ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের ৪ মাস বয়সী শিশুকন্যা মারিয়া।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৪ জনকে গলা কেটে হত্যা মামলায় রায়হানুল রিমান্ডে
সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা মামলায় নিহত শাহীনুরের ছোট ভাই রায়হানুল ইসলামকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুরে সাতক্ষীরা আমলি আদালতের বিচারক ইয়াসমিন নাহার শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিআইডি ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। গত শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় সিআইডি। রোববার শুনানির জন্য তাকে আদালতে তোলা হয়। হত্যাকাণ্ডের দিন বৃহস্পতিবারই তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার কলারোয়ার খলসি গ্রামে শাহীনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে মাহি ও মেয়ে তাসনিমকে গলা কেটে হত্যা করা হয়। ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের ৪ মাস বয়সী শিশুকন্যা মারিয়া।