কুমারখালীতে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমারখালী উপজেলার দক্ষিণ ভবানীপুরে আতিয়ার রহমানকে গলা কেটে হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি উত্তর চাঁদপুরের কফিল উদ্দিন শেখের ছেলে আছান আলী শেখ আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি লাহিনী গ্রামের আবদুস সাত্তারের ছেলে মো. সেলিম পলাতক রয়েছেন। এ মামলার তিন নম্বর আসামি রেজাউলকে খালাস দেন আদালত।
আদালত সূত্র জানায়, টাকা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে ২০১৩ সালের ২২ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে আতিয়ারকে ডেকে নিয়ে যায় আসামিরা। পরদিন সকালে ধর্মপাড়া মাঠের ধানক্ষেতের আইল থেকে আতিয়ারের গলা কাটা লাশ উদ্ধার করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমারখালীতে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন
কুমারখালী উপজেলার দক্ষিণ ভবানীপুরে আতিয়ার রহমানকে গলা কেটে হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি উত্তর চাঁদপুরের কফিল উদ্দিন শেখের ছেলে আছান আলী শেখ আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি লাহিনী গ্রামের আবদুস সাত্তারের ছেলে মো. সেলিম পলাতক রয়েছেন। এ মামলার তিন নম্বর আসামি রেজাউলকে খালাস দেন আদালত।
আদালত সূত্র জানায়, টাকা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে ২০১৩ সালের ২২ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে আতিয়ারকে ডেকে নিয়ে যায় আসামিরা। পরদিন সকালে ধর্মপাড়া মাঠের ধানক্ষেতের আইল থেকে আতিয়ারের গলা কাটা লাশ উদ্ধার করা হয়।