উপকূলে অপহৃত যুবদল নেতার বস্তাবন্দি লাশ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
৩ দিন আগে অপহরণের শিকার এক যুবদল নেতার বস্তাবন্দি লাশ মিলেছে সীতাকুণ্ডের সাগর উপকূলে। তার নাম জামশেদ উদ্দিন। শনিবার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বসতনগর সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জামশেদের ভাই জয়নাল আবেদীন বলেন, বুধবার বাড়ি থেকে ফোনে জামশেদকে ডেকে নেয়া হয়। সন্ধ্যার পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। নিখোঁজের পর স্ত্রী রুবি আক্তার ১৮ জনকে আসামি করে থানায় অভিযোগ করেন। শনিবার দুপুরে খবর আসে সৈয়দপুর বেড়িবাঁধ এলাকায় একটি লাশ পাওয়া গেছে। আমরা সেখানে গিয়ে দেখি আমার ভাইয়ের লাশ বস্তাবন্দি পড়ে আছে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই হারুন অর রশিদ ভূঁইয়া বলেন, লাশটি জামশেদের বলে তার পরিবার শনাক্ত করে। এরপর সেটি চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, জামশেদ ওয়ার্ড যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। সন্ত্রাসীদের প্রতিহিংসার শিকার হয়েছেন জামশেদ। ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উপকূলে অপহৃত যুবদল নেতার বস্তাবন্দি লাশ
৩ দিন আগে অপহরণের শিকার এক যুবদল নেতার বস্তাবন্দি লাশ মিলেছে সীতাকুণ্ডের সাগর উপকূলে। তার নাম জামশেদ উদ্দিন। শনিবার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বসতনগর সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জামশেদের ভাই জয়নাল আবেদীন বলেন, বুধবার বাড়ি থেকে ফোনে জামশেদকে ডেকে নেয়া হয়। সন্ধ্যার পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। নিখোঁজের পর স্ত্রী রুবি আক্তার ১৮ জনকে আসামি করে থানায় অভিযোগ করেন। শনিবার দুপুরে খবর আসে সৈয়দপুর বেড়িবাঁধ এলাকায় একটি লাশ পাওয়া গেছে। আমরা সেখানে গিয়ে দেখি আমার ভাইয়ের লাশ বস্তাবন্দি পড়ে আছে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই হারুন অর রশিদ ভূঁইয়া বলেন, লাশটি জামশেদের বলে তার পরিবার শনাক্ত করে। এরপর সেটি চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, জামশেদ ওয়ার্ড যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। সন্ত্রাসীদের প্রতিহিংসার শিকার হয়েছেন জামশেদ। ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।