চট্টগ্রামে মাস্ক না পরায় ৬৩ জনকে জরিমানা
৫৮০টি মাস্ক বিতরণ
চট্টগ্রাম ব্যুরো
২৪ নভেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
নগরীতে মাস্ক না পরায় ৬৩ জনকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার নগরীর নতুন ব্রিজ, অলঙ্কার মোড়, দেওয়ানহাট, কোতোয়ালি এবং রেলওয়ে সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। এ সময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ৫৮০টি মাস্ক বিতরণ করা হয়।
নগরীর নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর। তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান চালানো হয়। অভিযানে মাস্ক ব্যবহার না করায় ১০টি মামলায় ১১ জনকে ২ হাজার দুইশ’ টাকা জরিমানা করা হয়েছে।
নগরীর অলঙ্কার মোড়, দেওয়ানহাট ও কোতোয়ালি এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। অভিযানে ৩১ মামলায় ৩৪ জনকে ১৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গরিব ও অসচ্ছল মানুষদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষে ১৭০টি মাস্ক বিতরণ করা হয়।
এছাড়া নগরীর রেলওয়ে সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। অভিযানে তিনি ১০টি মামলায় ১৮ জনকে ১৬০০ টাকা জরিমানা করেন। এ সময় তিনি জনসাধারণের মাঝে ৩০০ মাস্ক বিতরণ করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চট্টগ্রামে মাস্ক না পরায় ৬৩ জনকে জরিমানা
৫৮০টি মাস্ক বিতরণ
নগরীতে মাস্ক না পরায় ৬৩ জনকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার নগরীর নতুন ব্রিজ, অলঙ্কার মোড়, দেওয়ানহাট, কোতোয়ালি এবং রেলওয়ে সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। এ সময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ৫৮০টি মাস্ক বিতরণ করা হয়।
নগরীর নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর। তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান চালানো হয়। অভিযানে মাস্ক ব্যবহার না করায় ১০টি মামলায় ১১ জনকে ২ হাজার দুইশ’ টাকা জরিমানা করা হয়েছে।
নগরীর অলঙ্কার মোড়, দেওয়ানহাট ও কোতোয়ালি এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। অভিযানে ৩১ মামলায় ৩৪ জনকে ১৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গরিব ও অসচ্ছল মানুষদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষে ১৭০টি মাস্ক বিতরণ করা হয়।
এছাড়া নগরীর রেলওয়ে সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। অভিযানে তিনি ১০টি মামলায় ১৮ জনকে ১৬০০ টাকা জরিমানা করেন। এ সময় তিনি জনসাধারণের মাঝে ৩০০ মাস্ক বিতরণ করেন।