কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
কুমিল্লা ব্যুরো
২৬ নভেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩নং আমলি আদালতের বিচারক নাসরিন জাহান এ রায় দেন। আসামি মাসুম বিল্লাহ জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
২০১৬ সালের ২০ এপ্রিল মাসুম তার স্ত্রী আসমা আক্তারকে হত্যা করে। নিহত আসমা একই উপজেলার কাশিপুর গ্রামের আনা মিয়ার মেয়ে। সূত্র জানায়, মাসুম বিল্লাহ গোপনে আসমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের বছরখানেক পরে আসমা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
এরপর তাকে বাড়িতে তুলে নেয়ার জন্য স্বামীকে সে চাপ দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যায় মাসুম। এ ঘটনায় আসমার বড় ভাই জসিম উদ্দিন বাদী হয়ে ২০১৬ সালের ২১ এপ্রিল চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩নং আমলি আদালতের বিচারক নাসরিন জাহান এ রায় দেন। আসামি মাসুম বিল্লাহ জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
২০১৬ সালের ২০ এপ্রিল মাসুম তার স্ত্রী আসমা আক্তারকে হত্যা করে। নিহত আসমা একই উপজেলার কাশিপুর গ্রামের আনা মিয়ার মেয়ে। সূত্র জানায়, মাসুম বিল্লাহ গোপনে আসমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের বছরখানেক পরে আসমা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
এরপর তাকে বাড়িতে তুলে নেয়ার জন্য স্বামীকে সে চাপ দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যায় মাসুম। এ ঘটনায় আসমার বড় ভাই জসিম উদ্দিন বাদী হয়ে ২০১৬ সালের ২১ এপ্রিল চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেন।